বাগেরহাটে পূর্ব বিরোধের জের ধরে মতিয়ার হাওলাদার (৭০) নামে এক বীর মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুত্বর জখম করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের হদেরহাট বাজারে আঃ রশিদের চায়ের দোকানে। গুরুত্বর জখম অবস্থায় তাকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করেছে স্থানীয়রা। এ বিষয়ে বাগেরহাট সদর মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগে বীর মুক্তিযোদ্ধা মতিয়ার হাওলাদার জানান, শুক্রবার সন্ধা সাড়ে ৭টার দিকে বিষ্ণুপুর ইউনিয়নের হদেরহাট বাজারে আঃ রশিদের দোকানে চা খাচ্ছিলাম। এ সময় স্থানীয় সিরাজুল, শেখ ওহিদুল ইসলাম,শরিফুল ইসলাম, তরিকুল ইসলামসহ অজ্ঞাত২/৩ জন আমাকে চতুর দিক থেকে ঘিরে ফেলে। এ সময় তারা আমাকে অশ্লীল গালিগালাজ করে। আমি তাদের কাছে কারন জানতে চাইলে আমার সাথে তারা অহেতুক তর্কে লিপ্ত হয়্। এক পর্যায়ে তাদের কাছে থাকা রামদা ,লোহার রড ও লাঠি দিয়ে বেআইনী ভাবে মারধর করে। আসামীরা আমাকে হত্যার উদ্দেশ্যে রামদা দিয়ে আমার মাথার তালুতে আঘাত করে রক্তাক্ত জখম করে। তারা লোহার রড দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এক পর্যায়ে আমি মাটিতে লুটিয়ে পড়লে তারা আমার শার্টের পকেটে থাকা নগদ ১২,৩০০/- টাকা বাহির করে নিয়ে যায়। পরে স্থানীয়রা এগিয়ে এসে আমাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করে। এ বিষয়ে বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজিজুল ইসলাম বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি দ্রুত তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
বাগেরহাট প্রতিনিধি