আন্তর্জাতিক

সেনা কর্মকর্তাদের প্রশিক্ষণের জন্য ভারতে পাঠাতে কোনো সমস্যা নেই : তালেবান

আফগান তালেবানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী মোল্লা মোহাম্মদ ইয়াকুব আফগান সেনা কর্মকর্তাদের সামরিক প্রশিক্ষণের জন্য ভারতে পাঠানোর ব্যাপারে আগ্রহ প্রকাশ করে বলেছেন, তাদের ‘এ ব্যাপারে কোনো সমস্যা নেই।’

ভারতের নিউজ ১৮ টিভি চ্যানেলকে দেয়া এক সাক্ষাতকারে তিনি এ মন্তব্য করেন। উল্লেখ্য, তিনি হলেন তালেবানের প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের ছেলে।

তালেবান কি সেনাবাহিনীর কর্মকর্তাদের সামরিক প্রশিক্ষণের জন্য ভারতে পাঠাতে আগ্রহী- টিভি চ্যানেলের এমন বক্তব্যের জবাবে মোহাম্মদ ইয়াকুব বলেন, ‘হ্যাঁ, আমাদের এ নিয়ে কোনো সমস্যা নেই। এতে আফগান-ভারত সম্পর্ক শক্তিশালী হবে। এ নিয়ে আমাদের কোনো সমস্যা নেই।’

আফগানিস্তানের বর্তমান সরকার কি ভারতের সাথে ঘনিষ্ঠ প্রতিরক্ষা সম্পর্ক চায় কিনা, এমন প্রশ্নের জবাবে তালেবান প্রতিরক্ষামন্ত্রী বলেন, প্রথমে তারা চান ভারতসহ সব দেশের সাথে শক্তিশালী কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা। তিনি বলেন, ‘আমাদের যখন আন্তরিকতাপূর্ণ রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক থাকবে, কেবল তখনই প্রতিরক্ষা সম্পর্কের জন্য প্রস্তুত হবো। এ নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, এতে আমাদের আপত্তিও নেই।’

অন্য দেশের সাথে আফগানিস্তানের সম্পর্কের বিষয়ে মোল্লা ইয়াকুব বলেন, তারা সব দেশের সাথে আন্তরিক সম্পর্ক চান, বিশেষ করে ভারতসহ প্রতিবেশ দেশগুলোর সাথে।

আফগান প্রতিরক্ষামন্ত্রী আরো বলেন, ভারত ও পাকিস্তান সংলাপের মাধ্যমে তাদের সমস্যার নিরসন করতে পারে। তালেবান এই দুই প্রতিদ্বন্দ্বী দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্কে হস্তক্ষেপ করতে চায় না।

তিনি বলেন, আমরা আফগানিস্তানের মাটিকে ভারতে বিরুদ্ধে পাকিস্তানকে ব্যবহার করতে দেব না। আমরা আফগানিস্তানের মাটি পাকিস্তানের বিরুদ্ধে ভারতকে ব্যবহার করতেও দেব না।

তিনি বলেন, ‘আমরা উভয় দেশের সাথে আন্তরিক সম্পর্ক চাই। আমরা দুই দেশের কোনো সমস্যায় সম্পৃক্ত হতে চাই না, হস্তক্ষেপও করতে চাই না। আমরা স্বাধীন দেশ। আমাদের জাতীয় স্বার্থের আলোকে আমাদের পররাষ্ট্রনীতি পরিচালিত হয়।’
সূত্র : এক্সপ্রেস ট্রিবিউন