Common ক্রিকেট খেলাধুলা

তামিম ইকবাল এবার রবি’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর

টাইগার ওয়ানডে অধিনায়ক মাস্টার ব্লাস্টার ওপেনিং ব্যাটসম্যান তামিম ইকবাল। আজ মোবাইল কোম্পানি রবি’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যোগ দিলেন। আজ রোববার গুলশানে রবি’র কর্পোরেট অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়। আগামী দুই বছরের জন্য রবি’র ঙ্গে যুক্ত থাকবেন তামিম ইকবাল।

তামিম ইকবাল রবি’র নেটওয়ার্ক সক্ষমতা, ডিজিটাল উদ্ভাবন এবং গ্রাহকেদের জীবনে নতুন ডিজিটাল অভিজ্ঞতা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগের প্রচারে কাজ করবেন। এছাড়া তিনি রবি’র টেলিভিশন বিজ্ঞাপন, গ্রাহকদের সাথে সাক্ষাৎ এবং শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানসহ বিভিন্ন কার্যক্রমে অংশ নেবেন।

রবির সঙ্গে নতুন পথ চলার বিষয়ে তামিম বলেন, হোক ব্যাটিং, বোলিং বা ফিল্ডিং অথবা গ্রাহকদের জীবনকে সহজ করে তোলার মত সল্যুশন মার্কেটে নিয়ে আসা, ডিজিটাল স্পেস ও ক্রিকেটকে একই সূতায় বেধে রেখেছে উদ্ভাবনী চিন্তাধারা। তাই দেশজুড়ে শীর্ষস্থানীয় উদ্ভাবনী ব্র্যান্ড রবি’র নেটওয়ার্কের সক্ষমতা এবং ডিজিটাল দক্ষতার প্রচারে কাজ করার সুযোগ পেয়ে আমি অত্যান্ত আনন্দিত।

উল্লেখ, ২০০৭ সালে অভিষেক হওয়া তামিম ইকবাল এখন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক। তিনি ২০১০ সালের ডিসেম্বর থেকে ২০২১ সালের সেপ্টেম্বর পর্যন্ত দলের সহ অধিনায়কের দায়িত্ব পালন করেন। ২০২১ সালে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ৫০ টি হাফ-সেঞ্চুরিরি মাইলফলক অর্জন করেছিলেন। তিনি বাংলাদেশের সর্বকালের সেরা এখন ব্যাটসম্যান হিসেবে বিবেচিত।