বাংলাদেশ জাতীয় ফুটবল দল এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে কাল (৮ জুন) বাহরাইনের বিপক্ষে মাঠে নামবে। বাংলাদেশের চেয়ে র্যাংকিংয়ে ৯৯ ধাপ এগিয়ে রয়েছে বাহরাইন। বাহরাইন ফিফা র্যাংকিংয়ে এগিয়ে থাকলেও বাংলাদেশকে হালকা ভাবে নেয়ার সুযোগ নেই বলে ঘোষণা দিলেন বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়া।
ম্যাচের আগে আজ আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে নিজেদের প্রস্তুত, এ কথা বললেন অধিনায়ক জামাল। জানিয়ে দিলেন কাল লড়াইটা বাহরাইনের জন্য কঠিন হবে। সংবাদ সম্মেলনে হুশিয়ারি দিয়ে রেখেছেন অধিনায়ক জামাল।
তিনি বলেন, ‘অন্যদলদগুলো মনে করতে পারে, বাংলাদেশ সহজ প্রতিপক্ষ। ম্যাচটা আমরা সহজেই জিতে যাবো। তবে আমি তাদের বলে রাখতে চাই ম্যাচটা সহজ হবে না। আমরা নিজেদের মানসিক ভাবে প্রস্তুত করেছি। আগামী ম্যাচগুলোতে আমরা চমক দেখাতে চাই। ’
প্রতিপক্ষের প্রতিও পূর্ণ সম্মান রয়েছে জামালের। ম্যাচে টিকে থাকতে কঠিন লড়াই করতে হবে বলে মনে করেন তিনি। জামাল এ প্রসঙ্গে বলেন, ম্যাচটা মোটেও সহজ হবে না। তারা শক্ত প্রতিপক্ষ এটা বলার অপেক্ষা রাখে না। আমরা কোচের সঙ্গে এই ম্যাচের পরিকল্পনা করেছি। দলের সকলেই নিজেদেরা প্রস্তুত করে নিয়েছেন। আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী খেলতে পারলে ম্যাচে ভালো ফল আশা করতেই পারি। আমরা প্রতিটি ম্যাচ নিয়ে আলাদাভাবে পরিকল্পনা করছি। এই ম্যাচের জন্য আমরা প্রস্তুত মাঠে পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলে আমরা ভালো কিছু উপহার দিতে পারবো। ’
অধিনায়ক আরো বলেন, ‘যদিও আমাদের কিছু কমতি রয়েছে। এই বিষয়ে আমরা কোচের সঙ্গে কথা বলেছি। তবে সব দলেরই কিছু না কিছু কমতি রয়েছে। আমরা নিজেদের ভুলগুলো শুধরে নেয়ার কাজ করছি। আর প্রতিপক্ষের ভুলগুলো কাজে লাগানোর জন্য নিজেদের প্রস্তুত করছি। ’
এএফসি কাপ বাছাইয়ে খেলার আগে ইন্দোনেশিয়ার জাকার্তায় তাদের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলেছিল বাংলাদেশ। ম্যাচে গোল শূণ্য ড্র করেছিল বাংলাদেশ। এই ম্যাচের থেকেই শিক্ষা নিয়েই এগিয়ে যেতে চান কোচ কাবরেরা। দলের কোচ বলেন, আক্রমনের চাইতে ডিফেন্সে বেশি নজর দিতে হবে বলে জানিয়েছেন। আমরা আজকে যেই দলেরর বিপক্ষে খেলছি তারা র্যাংকিংয়ে আমাদের চেয়ে অনেক এগিয়ে। এই ম্যাচে আমরা ইন্দোনেশিয়ার বিপক্ষে ডিফেন্সে জোড় দিয়ে আমরা সফলতা পেয়েছি। এই ম্যাচেও আমাদের সেভাবেই এগিয়ে যেতে হবে। ’