গাজীপুরের টঙ্গীতে বিদ্যুতের খুঁটিতে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝলসে গেছে দুই লাইনম্যান। ঝলসে যাওয়া ওই দুই বিদ্যুৎকর্মী বেশ কিছু সময় ধরে বিদ্যুতের তারে ঝুলে ছিল। বুধবার বিকেলে ব্যাংক মাঠ বস্তি এলাকায় এ ঘটনা ঘটে।
জিএমপি’র টঙ্গী পূর্ব থানার ওসি জাবেদ মাসুদ ও স্থানীয়রা জানান, বুধবার বিকেলে টঙ্গীর ব্যাংক মাঠ বস্তি এলাকায় বিদ্যুৎকর্মীরা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রেখে কাজ করছিলেন। কাজ শেষে তিনজন কর্মী বিদ্যুতের খুঁটি থেকে নেমে যান। পরে কন্ট্রোল রুমকে জানালে বিদ্যুতের লাইন সরবরাহ চালু করা হয়। এসময় কিছু কাজ বাকি থাকায় বিদ্যুৎ সরবরাহ অবস্থায় দু’জন খুঁটির ওপরে উঠলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তদের শরীর ঝলসে যায় এবং তারের সঙ্গে ঝুলতে থাকেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে ভর্তি করা হয়।