Common ক্রিকেট খেলাধুলা

প্রস্তুতি ম্যাচে ব্যাটিং অনুশীলন

অতিথি বাংলাদেশ টস জিতে আগে ভাগে ব্যাট হাতে নেমে পড়ে। তিন দিনের প্রস্ততি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টাইগাররা ১ম দিনটা শেষ করে ২৭৪/৬, তামিমের ১৪০ অপরাজিত। এরপর গতকাল বাংলাদেশ সময় রাত ৮টায় দ্বিতীয় দিনে বাংলাদেশ বেশি দূর যেতে পারেনি। কারণ ওপেনার তামিম সঙ্গী পাননি। আগের দিন মিরাজ ৭ রান থেকে এগুতে ব্যর্থ হন। আর তামিম ১৬২-তে গিয়েও অপরাজিতই রইলেন। ৩১০ রানে ৭ উইকেটে পতনের পর ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন ইনিংস ঘোষনা দেন।
বাংলাদেশের ৩১০/৭ এর জবাবে ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্ট একাদশ সংগ্রহ করেছে ২০১/৪, এখনও ১০৯ রান জমা করা বাকী।

রোববার রাতে (বাংলাদেশ সময় মধ্যরাত) ৩১১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার চান্দারপল আর সোলোজানো ১০৯ রানের লম্বা জুটি গড়েন। হতাশ করেন টাইগার পেসার খালেদ, এবাদত আর নতুন মাঠে নামা রাজাকে।

তবে এই ওপেনিং জুটিকে শেষ অবদি ভেঙ্গে দেন অভিষেকের অপেক্ষায় থাকা রাজাই। ১১৭ বলে ৫৯ রান করা চান্দারপলকে পেসার রাজা বোল্ড করেন। অপর দিকে থাকা সোলোজানো ফিফটির অপেক্ষায়। সঙ্গী হিসেবে নতুন ক্রিজে নামা ব্যাটসম্যান ইল্যাঞ্চ ব্যক্তিগত ২৭ রানের বেশি যেতে পারলেন না। পেসার এবাদত তাঁকে এলবির ফাঁদে ফেলেন ফেরত পাঠান। দলীয় রান ১৫৫/২, তৃতীয় উইকেটে জুটিতে যোগ দিতে এ্যাথানাজি ক্রিজে এসে দাঁড়াতেই পারলেন না। পেসার এবাদতের আবারো সেই এলবি’র ফাঁদ। তাতে পা দিয়ে এ্যাথানাজি শূণ্য রানেই ফেরত গেলেন সাঁজঘরে।

তৃতীয় উইকেট পতনের পর স্বাগতিকদের আরো চাপে ফেলে দেন আবারো এবাদত। ৪র্থ উইকেট জুটিতে খেলতে নামা চেসিকে (৬) উইকেটকিপার লিটনের গ্লাভসে বল জমা দিতে বাধ্য করেন। তবে তখনও ওপেনার সোলোজানো ৮৩ রানে অপরাজিত, সঙ্গী ছিলেন চ্যারিহা ২১ রানে ব্যাট করছেন। দ্বিতীয় দিন শেষে স্বাগতিক দলের স্কোর ২০১/৪, ১০৯ রানে পেছনে আছে। আজ প্রস্তুতি ম্যাচের শেষও তৃতীয় দিন।

পেসারদের মধ্যে এবাদত সফল হলেও অন্যরা ছিলেন বিফল। তবে নতুন হিসেবে মন্দ করেনি রাজা, ১ উইকেট পকেটে জমা করেছেন। কিন্তু স্পিন বিভাগে অভিজ্ঞ তাইজুল আর মিরাজ নিজেদের প্রমানের চেষ্টা করেও উইকেট পাননি। তাইজুল ১১ ওভারে রান দিলেন ৩৬ আর তাতে ৩টি মেডেন ওভার। মিরাজ ১৩ ওভার বল করে কোন উইকেট না পেলেও ৫ মেডেন দিয়ে রান দিয়েছেন মাত্র ২৫টি।