Common ক্রিকেট খেলাধুলা

কেমার রোচের ফেরাটা হবে টাইগারদের জন্য হুমকি

১৭ টেষ্টে ম্যাচে ২৪৮ উইকেট, এ্যাভারেজ ২৭.১৮ আর সেরা বোলিং ফিগার ৪৮ রানে ৬ উইকেট। তিনি হলেন ওয়েস্ট ইন্ডিজ দলের পেস বিভাগের সেরা অস্ত্র। কিন্তু তিনি ইনজুরিতে পড়ে আজ থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশের বিপেক্ষ ১ম টেষ্ট মিস করতে পারেন। ফিফটি-ফিফটি চান্স রোচের মাঠে ফেরার বিষয়টি।

আজ রোচ টিম ম্যানেজম্যান্টের কাছে ফিটনেস পরীক্ষা দিয়েছেন। তবে তাতে রোচ উৎরে গেলেন কি-না সেটা এখনও স্বাগতিক দল ঘোষনা দেয়নি। যদি রোচ উৎরে না যান তাহলে তাঁর বদলী হিসেবে আজ অ্যান্ডারসন ফিলিপকে মাঠে নামতে দেখা যাবে।

অ্যান্ডারসন ফিলিপ না কেমার রোচ? কে আজ একাদশে থাকছেন, এমন একটা দুইমূখী চিন্তার মধ্যে আছে অতিথি বাংলাদেশ। আর সেটাই চাইছে স্বাগতিক দল। তবে আজ যদি ফিলিপ না রোচ মাঠে নামেন তাহলে সেটা অবশ্যই টাইগার ব্যাটসম্যানদের জন্য হুমকি হয়ে দাঁড়াবে। নিজেদের চেনা উইকেটে রোচ কতটা ভয়ঙ্কর সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না।