গাজীপুরে যাত্রীবাহী ভাওয়াল এক্সপ্রেস ট্রেনের বগি লাইন চ্যুত হয়েছে। এতে ঢাকা-ময়মনসিংহ রুটে প্রায় সাড়ে চার ঘন্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। বৃহস্পতিবার গাজীপুরের রাজেন্দ্রপুর স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
রেলওয়ের শ্রীপুর স্টেশনের মাস্টার হারুন অর রশিদ ও রাজেন্দ্রপুর স্টেশনের মাস্টার খাইরুল ইসলাম সহ স্থানীয়রা জানান, জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ভাওয়াল এক্সপ্রেস ট্রেনটি বৃহষ্পতিবার সকালে ঢাকা যাচ্ছিল। পথে সকাল ৮টার দিকে ট্রেনটি শ্রীপুর স্টেশনে প্রবেশ করে। ওই স্টেশনে তিস্তা এক্সপ্রেস ট্রেনকে ক্রসিং দিয়ে ট্রেনটি পুনঃরায় ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। সকাল সোয়া ৯টার দিকে রাজেন্দ্রপুর স্টেশনে প্রবেশের আগে ভাওয়াল এক্সপ্রেস ট্রেনের একটি বগির চারটি চাকা লাইন চ্যুত হয়। এসময় চালক দক্ষতার সঙ্গে দ্রুত ট্রেনটি থামিয়ে দেন। আতংকিত যাত্রীরা হুড়োহুড়ি করে ট্রেন থেকে নেমে পড়েন। এ ঘটনায় ঢাকার সঙ্গে ময়মনসিংহ অঞ্চলের (ঢাকা-ময়মনসিংহ রুট) ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে ময়মনসিংহগামী মহুয়া এক্সপ্রেস ট্রেন ও ঢাকাগামী কমিউটার ট্রেনসহ ওই রুটে চলাচলকারী একাধিক ট্রেন বিভিন্নস্থনে আটকা পড়ে। এতে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। খবর পেয়ে উদ্ধার কর্মীরা ঘটনাস্থলে পৌছে দীর্ঘ চেষ্টার পর দুপুরে দুর্ঘটনা কবলিত বগিটি উদ্ধার করে। এ ঘটনার প্রায় সাড়ে চারঘন্টা পর দুপুর পৌণে ২টার দিকে ঢাকা-ময়মনসিংহ রুটে পুনঃরায় ট্রেন চলাচল শুরু হয়।