ভ্যাপসা গরমে ছুটির দিনে রাজধানীর বিভিন্ন এলাকায় স্বস্তির বৃষ্টির দেখা মিলেছে। শুক্রবার (১৭ জুন) সকাল ৯টার দিকে রাজধানীর গুলশান, বারিধারা, বাড্ডা, রামপুরা, মগবাজার, মালিবাগ, বাসাবো, মুগদা, মতিঝিলসহ অধিকাংশ এলাকায় ঝুম বৃষ্টি হতে দেখা যায়। অনেক জায়গার ভোর থেকেই গুড়িগুড়ি বৃষ্টি হয়েছে বলে জানা গেছে।
এ সময় বৃষ্টির সাথে কিছুটা বাতাসও ছিল। তবে এ বৃষ্টিতে ভ্যাপসা গরমে রাজধানী জুড়ে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। এর আগে সকাল থেকেই রাজধানীর আকাশ মেঘলা ছিল। তবে ছুটির দিনে বৃষ্টির হওয়ায় তেমন কোনো ভোগান্তিতে পড়তে হয়নি নগরবাসীকে।
অবশ্য শুক্রবার (১৭ জুন) রাজধানীসহ দেশের অধিকাংশ অঞ্চলে বৃষ্টিপাতের পূর্বাভাস আগেই জানিয়েছিল আবহাওয়া অফিস।
বৃহস্পতিবার (১৬ জুন) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
এদিন আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন জানিয়েছেন, লঘুচাপের বর্ধিতাংশ বিহার থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
তিনি আরও জানান, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।