গাজীপুরে খেলা শেষে লেকে গোসল করতে গিয়ে পানিতে ডুবে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আই,ইউ,টি) এর এক মেধাবী শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার মহানগরীর গাছা থানাধীন বোর্ড বাজার এলাকাস্থ ওআইসি পরিচালিত ওই বিশ্ববিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
নিহতের নাম- মোঃ ফারহান শাহরিয়ার ফাহিম (২০)। তিনি ঢাকার দক্ষিণ খান থানাধীন জয়নাল মার্কেট এলাকার একেএম শফিউল আলমের ছেলে। ফাহিম ওআইসি পরিচালিত ওই বিশ্ববিদ্যালয়ের (ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি -আই.ইউ.টি.) সিভিল এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং (সিইই) বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
জিএমপি’র গাছা থানার এসআই রাজিব হোসেন জানান, শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মাঠে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলেন মেধাবী শিক্ষার্থী ফারহান শাহরিয়ার ফাহিম। খেলা শেষে সকাল ১০টার দিকে তারা বিশ্ববিদ্যালয়ের মসজিদ সংলগ্ন লেক (ওয়াটার পুল)-এ গোসল করতে যান। ফাহিম গভীর ওই লেক’র পানিতে নামার সঙ্গে সঙ্গেই তলিয়ে যান। এসময় অন্যরা উপরে উঠে আসেন। বন্ধুদের চিৎকারে বিশ্ববিদ্যালয়ের কর্মচারি ও আনসার সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পানির নীচ থেকে তাকে উদ্ধার করে। তাকে স্থানীয় তায়েরুন্নেছা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে ফাহিমকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। ফাহিম সাঁতার জানতেন না। সাঁতার না জানার কারণে এ ঘটনা ঘটেছে। ফাহিম দুই ভাইয়ের মধ্যে ছোট ছিলেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।