জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর মাহেন্দ্রক্ষণের ঔজ্জ্বল্যে বাংলাদেশ শিশু সংগঠন ঐক্যজোট আজ ১৭ জুন শুক্রবার বিকাল ৫টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সঙ্গীত, নৃত্য ও আবৃত্তিকলা মিলনায়তনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছে। এছাড়াও আয়োজনের দ্বিতীয় পর্বের থাকবে বাঙালি কৃষ্টি-সংস্কৃতি, বাঙালি জাতীয়তাবাদ ও মহান মুক্তিযুদ্ধের আলোকধারায় শিশু-কিশোর-তরুণদের চিত্তাকর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান।
আজ আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে শিশু সংগঠন ঐক্যজোট এ তথ্য জানায়। বাংলাদেশ শিশু সংগঠন ঐক্যজোটের সাধারণ সম্পাদক নিয়াজ আহমেদ অনুষ্ঠানের প্রসঙ্গে বলেন, অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করবেন আ.ফ.ম. বাহউদ্দিন নাছিম যুগ্ম-সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ। অনুষ্ঠান উদ্বোধন করবেন গোলাম কুদ্দুছ সভাপতি, সম্মিলিত সাংস্কৃতিক জোট।
আর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মেজবাহ্ উদ্দিন সচিব, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, সাধারণ সম্পাদক, ঢাকা অফিসার্স ক্লাব; লিয়াকত আলী লাকী মহাপরিচালক, বাংলাদেশ শিল্পকলা একাডেমি; মো. সোহরাব হোসেন মহাপরিচালক, বাংলাদেশ টেলিভিশন; মো. আখতার হোসেন সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, ঢাকা মহানগর দক্ষিণ; মিজানুর রহমান সভাপতি, বাংলাদেশ পথনাটক পরিষদ; ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদার চেয়ারম্যান, বিবিএস গ্রুপ।
সভাপতিত্ব করবেন শাহ্ আলম শিকদার জয় সভাপতি, বাংলাদেশ শিশু সংগঠন ঐক্যজোট। শুভেচ্ছা বক্তব্য রাখবেন মো. আইনুল হাসান সোহেল সহ-সভাপতি, বাংলাদেশ শিশু সংগঠন ঐক্যজোট; স্বাগত বক্তব্য রাখবেন নিয়াজ আহমেদ সাধারণ সম্পাদক, বাংলাদেশ শিশু সংগঠন ঐক্যজোট। অনুষ্ঠান পরিচালনা করবেন হানিফ খান সহ-সভাপতি, শিশু সংগঠন ঐক্যজোট। অনুষ্ঠান সূচনায় উদ্বোধনী সংগীত ‘জয় বাংলা বাংলার জয়’ পরিবেশন করবে ভিন্নধারা। উদ্বোধনী নৃত্য পরিবেশন করবে স্পন্দন।’
নিয়াজ আহমেদ দৈনিক বার্তাকে আরো বলেন, আলোচনাসভা শেষে দলীয় সঙ্গীত, দলীয় নৃত্য, আবৃত্তি পরিবেশন করবেন মন্দিরা সাংস্কৃতিক পাঠশালা, মৈত্রী শিশুদল, বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা, সন্ধান লিটন থিয়েটার, রঙ্গপীঠ শিশুদল, সপ্তকলির আসর, ভিন্নধারা শিশু-কিশোর মেলা, কিশোর থিয়েটার, স্বরতরঙ্গ আবৃত্তি ভুবন, আমরা কুঁড়ি, বিন্দু শিশুদল। একক সঙ্গীত পরিবেশন করবে বাংলাদেশ টেলিভিশন ও বেতারের বিশিষ্ট শিল্পীবৃন্দ- ফকির সাহাবুদ্দিন, পথিক নবী, শাহানাজ বাবু, সানজিদা মঞ্জুরুল হ্যাপি, শিল্পী বিশ্বাস, মারুফ হোসেন, শবনম মুস্তারী প্রিয়াংকা, আশা। আবৃত্তি পরিবেশন করবেন অপর্ণা রায়, পারভিন আফরোজা আইভী।