গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এখন পর্যন্ত ইউক্রেনের বেশ কয়েকটি শহর দখলে নিয়েছে রুশ বাহিনী। তবে নিজেদের সাধ্যমতো প্রতিরোধীও গড়ে তোলার চেষ্টা করছে ইউক্রেনীয় বাহিনী। এদিকে, আমেরিকা ও ইউরোপী ইউনিয়নের দেশগুলো এই অভিযানকে ‘পুতিনের ভূমি জবরদখল’ বলে আখ্যা দিয়েছে।
এমন পরিস্থিতিতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন এক আকস্মিক সফরে ইউক্রেনে গেছেন। এ সময় তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করেন এবং দেশটির সেনাবাহিনীর প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে বলে ঘোষণা দেন।
যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রী বেন ওয়ালেস কিয়েভে বরিস জনসনের সফরকে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন।
ফেব্রুয়ারিতে রাশিয়া হামলা চালানোর পর এখন পর্যন্ত বরিস জনসন দ্বিতীয়বার ইউক্রেনে সফর করলেন।
এই প্রশিক্ষণের মাধ্যমে সেনারা যুদ্ধ জয়ের দক্ষতা, প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ, সাইবার-নিরাপত্তা এবং বিস্ফোরক প্রতিরোধের কৌশল সম্পর্কে জানতে পারবে।
সূত্র: বিবিসি