Common ক্রিকেট খেলাধুলা

পাক নারী ক্রিকেটারের যৌন অত্যাচারের অভেযোগ, কোচ বরখান্ত

পাকিস্তানে এক নারী ক্রিকেটারকে যৌন নিগ্রহের অভিযোগ উঠেছে। এ অভিযোগের ভিতিতেতে পাকিস্তানের সাউদার্ন পাঞ্জাব অঞ্চলের কোচ নাদিম ইকবালকে বরখান্তও করা হয়েছে। ভূক্তভোগী সেই নারী ক্রিকেটার তার বিরুদ্ধে থানায় অভিযোগও দাখিল করেন। পুলিশ ঘটনার তদন্ত করছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এ ঘটনায় নাদিম ইকবালকে সাময়িক বরখাস্ত করেছে । পুলিশের পাশাপাশি পিসিবিও ঘটনার সত্যতা যাচাই করছে বলে জানা গেছে।

তবে ঘটনাটি পাঁচ বছর আগে ঘটেছে। সে নারী ক্রিকেটার অভিযোগপত্রে উল্লেখ করেছেন, নাদিম ইকবাল তাকে জাতীয় দলে খেলার সুযোগ করে দেওয়ার কথা বলে তার সঙ্গে ঘনিষ্ট হয়। তাকে পাকিস্তান ক্রিকেট বোর্ডে চাকরি দেওয়ারও প্রলোভন দেখায়।

এরপর ছুটির দিনগুলোতে তাকে তার বাসায় নিয়মিত ডেকে নিতো। এক সময় তাকে যৌন নিগ্রহ করতে শুরু করে। কেবল নাদিম ইকবাল একা নন, একবার তার বন্ধুকে নিয়েও তাকে যৌন নিগ্রহ করে। এমনকি ওই ঘটনার ভিডিও ধারন করে রাখে এবং সেটা নিয়ে তাকে ব্ল্যাকমেল করতে থাকে।

এ প্রসঙ্গে পাক ক্রিকেট বোর্ডের এ কর্মকর্তা বলেন, ‘অবশ্য আমাদের পক্ষে ফৌজদারি তদন্ত চালানো সম্ভব নয়। তবে আমরা আমাদের মতো তদন্ত চালাচ্ছি এবং দেখার চেষ্টা করছি তিনি বোর্ডের সঙ্গে তার চুক্তি ভঙ্গ করেছেন কিনা।’

নাদিম ইকবাল ২০০৪ সালে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেন। তিনি ৮০টি প্রথম শ্রেণির ম্যাচে উইকেট নিয়েছেন ২৫৮টি। আর ৪৯টি লিস্ট এ ম্যাচে উইকেট নিয়েছিলেন ৬৫টি। অবসরের পর পিসিবি তাকে সাউদার্ন পাঞ্জাবের কোচ হিসেবে নিয়োগ দেয়। চুক্তিভূক্ত কোচ হওয়া সত্ত্বেও গেল দুই বছরে তিনি পিসিবি আয়োজিত কোনো কোচিং প্রোগ্রামে অংশ নেননি।