Common অলিম্পিক খেলাধুলা

প্রথম বার রাগবির আন্তর্জাতিক আসর ২১ জুন

বাংলাদেশ রাগবি ফেডারেশন (ইউনিয়ন) এর সার্বিক ব্যবস্থাপনায় ও হামিম গ্র“প এর পৃষ্ঠপোষকতায় “বঙ্গবন্ধু বাংলাদেশ-নেপাল আর্ন্তজাতকি পুরুষ রাগবি সিরিজ-২০২২ (২১-২২ জুন, ২০২২ইং) এর উপলক্ষে আজ ১৯ শে জুন রবিবার দুপুরে আনুষ্ঠানিক ঘোষণা দেয় ফেডারেশন। দেশের মাটিতে এটা রাগবির প্রথম আন্তর্জাতিক আসর।

আজ দুপুরে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ৩য় তলার সংবাদ সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে সিরিজের জার্সি ও দলের কোচদের সঙ্গে পরিচয় করিয়ে দেন ফেডারেশনের কর্মকর্তাবৃন্দ।

বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন এম পি ঢাকা-১০,সাধারন স¤পাদক মৌসুম আলী,যুগ্ন-সাধারন স¤পাদক সাঈদ আহমেদ, বাংলাদেশ জাতীয় রাগবি দলের ম্যানেজার মশিউর রহমান সুমন,সদস্য পারভিন নাছিমা নাহার পুতুল, মোঃ সিরাজুল ইসলাম, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের একজন প্রতিনিধি এবং সফরকারী নেপাল রাগবি দলের একজন প্রতিনিধি রাজ তাঙ্কা সহ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আর্ন্তজাতকি রাগবি সিরিজটি আগামী ২১-২২ শে জুন,২০২২ইং পর্যন্ত বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

এছাড়া স্বাগতিক বাংলাদেশ রাগবি দলের ম্যানেজার সুমন মিডিয়ারকে বলেন,‌আমার এর আগে ভারতে এবং কাতারে রাগবি আসরে নেপালকে হারিয়েছি। এই আসরে মাঠে নামতে আমারা কতটা উত্তেজিত সেটা আপনারা মাঠে এলে বুঝতে পারবেন। প্রতিটি খেলোয়াড় মাঠে নিজেদের প্রমান করতে উত্তেজিত হয়ে আছে।’

উল্লেখ, বাংলাদেশ রাগবি দল এখনও বিশ্ব রাগবি ফেডারেশনের সদস্য পদ পায়নি। বর্তমানে সহযোগি সদস্যপদ পেতে অপেক্ষায় রয়েছে বাংলাদেশ রাগবি দল, জানিয়েছেন রাগবি ফেডারেশনের সভাপতি ও ঢাকা-১০ আসনে এম পি শফিউল ইসলাম মহিউদ্দিন।