Featured দেশবার্তা শিক্ষা

বাউবি’তে মড্যূল প্রণয়ন সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত

বাংলাদেশ উš§ুক্ত বিশ^বিদ্যালয়ের (বাউবি) সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুল কর্তৃক পরিচালিত এমএ (বাংলা ভাষা ও সাহিত্য, ইতিহাস, দর্শন, ইসলামিক স্টাডিজ) এবং এমএসএস (রাষ্ট্রবিজ্ঞান, সমাজতত্ত্ব) বিষয়ের পাঠ্যবই প্রণয়ন সংক্রান্ত লেখকগণের দিনব্যাপী এক কর্মশালা সোমবার গাজীপুরস্থ ক্যাম্পাসে সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউবি’র উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার।

বাউবি’র সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুলের ডিন অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুলের সহকারী অধ্যাপক সানজিদা মুস্তাফিজ। কর্মশালায় ১৩০ জন লেখক অংশগ্রহন করেন।

কর্মশালার প্রধান অতিথি বলেন, মড্যূল ভিত্তিক পাঠ্যক্রম খুবই প্রয়োজন। বর্তমান যুগে মড্যূল ভিত্তিক পাঠ্যক্রম আউট কাম বেইজ হতে হবে। তিনি আরো বলেন মড্যূলগুলো এমনভাবে প্রণয়ন/উপস্থাপন করতে হবে, যা সংশ্লিষ্টরা সহজে বুঝতে পারে।