Common ক্রিকেট খেলাধুলা

বিসিবির নির্দেশ : কথা বলা যাবে না, মুখ বন্ধ!

কাল বাদে পরশু ২৪ জুন ওয়েস্ট ইন্ডিজের ড্যারেন স্যামি আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেষ্ট মাঠে গড়াবে। অ্যান্টিগা টেষ্টে ভরাডুবির পর অনেক আলোচনা আর সমালোচনা হয়েছে টাইগারদের ব্যাটিং ব্যর্থতা নিয়ে।

সাবেক-বর্তমান অনেক ক্রিকেট তারকা অনেক কিছুই বলেছেন। সাকিব আল হাসান তো প্রথম টেষ্ট শেষ হবার পর বলেই দিলেন আমাদের এতো দিন মানসিকতায় সমস্যা ছিল বলেই জানতাম, এখন দেখা যাচ্ছে টেকনিকেও সমস্যা রয়েছে।

যে কারণে ২৪ জুন দ্বিতীয় টেষ্ট মাঠে গড়ানোর আগে প্রশ্ন উঠেছে, বাংলাদেশ দলের ব্যাটসম্যানদের আসলে সমস্যাটা কোথায়?

এ প্রসঙ্গে জানতে চাওয়া হয় সাবেক অধিনায়ক ও বিসিবির ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের কাছে। মুঠোফোনে দলের সমস্যাটা কোথায় জানতে চাইলে তিনি এড়িয়ে গেলেন।

এরপর একই প্রশ্ন মুঠোফোনে করা হয় আরেক সফল সাবেক অধিনায়ক ও বর্তমান বিসিবির নির্বাচক হাবিবুল বাশার সুমনের কাছে। এই সাবেকের কাছেই জানা গেল সবচেয়ে কঠিন ও বাস্তব সত্য।

মজার বিষয় হচ্ছে বাংলাদেশ দলের সমস্যা নিয়ে প্রশ্ন করা যাবে না, কিন্তু কেন? হাবিবুল বাশার সুমন দৈনিক বার্তাকে বলেন, আমাদের দল নিয়ে কথা বলা বারণ। কারণ কয়েক দিন আগেই বিসিবি লিখিত ভাবে আমাদের চিঠি দিয়েছে। তাতে উল্লেখ আছে, দল নিয়ে বা অন্য কোন (বিসিবির) বিষয়ে মিডিয়াতে, স্যোসাল মিডিয়াতে কোন বক্তব্য দেয়া যাবে না।’

তার মানে কি? বিসিবি নিজস্ব বেতনভূক্তদের মুখ বন্ধ করে দিয়েছে! কেন? দলের বাজে পারফর্মেন্স নিয়ে যেন সত্য বিষয় গুলো সামনে না আসে, এর জন্য?

বিসিবি তিন নির্বাচকের মুখ বন্ধ করতে পেরেছে, এটা ঠিক। কিন্তু বিশ্ব ক্রিকেট বা দেশের সাবেক অভিজ্ঞ ক্রিকেট পন্ডিতদের মুখ বন্ধু করবে কি করে ব মিডিয়ার?