Common ক্রিকেট খেলাধুলা

ফিটনেস ঘাটতি, ওয়েস্ট ইন্ডিজ যাওয়া হচ্ছে না

ঘরোয়া ক্রিকেটে ইনজুরিতে পড়লেন পেস অরাউন্ডার সাইফউদ্দিন। এরপর জাতীয় দলে ফিরলেও আবারো ইনজুরি আক্রান্ত হলেন। এবার দীর্ঘদিন দলের বাইরে থাকলেন এই পেস অরাউন্ডার। মাঝে ইনজুরিতে থেকে ফিরে জাতীয় দলের হয়ে মাঠে নেমেছেন প্রায় বছর খানেক আগে। এবার আবার নতুন করে চেষ্টা করলেন দলে ফিরতে, তবে বিফল হলেন সাইফউদ্দিন।

২০২২ ওয়েস্ট ইন্ডিজ সফরে সাইফউদ্দিনের আবার দলে ফিরে আসার কথা পাকাই ছিল। ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে তাঁর নামও আছে। কিন্তু আজ মিরপুরে ফিটনেস পরীক্ষায় লাল দাগের সীমানাটা পেরুতে ব্যর্থ হলেন এই পেস অলরাউন্ডার। আর তাই আপাতত দলে ফেরা হচ্ছে না।। যাওয়া হচ্ছে না ওয়েস্ট ইন্ডিজ সফরে।

তবে ইনজুরিতে পড়া আরেক পেসার তাসকিন আহমেদের সঙ্গে কয়েক দিন আগে বোলিং পরীক্ষা নেওয়া হয়েছিল সাইফউদ্দিনের। সেখানেও ফেল করেছেন তিনি।

বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরীর সঙ্গে এ প্রসঙ্গে আজ মুঠোফোনে কথা হয়। দেবাশীষ চৌধুরী দৈনিক বার্তাকেসাইফউদ্দিনের ফিটনেস নিয়ে বলেন, ‘আমাদের কাছে মনে হয়েছে তার ওই রকম ফিটনেস নেই। আমরা টিম ম্যানেজম্যান্টকে সেটা জানিয়েছি। কী বলেছি, সেটা তো আর বলতে পারবো না। তবে আমাদের মনে হয়েছে তার ফিটনেসে ঘাটতি আছে। ’

বিসিবি থেকে জানা গেছে, তাসকিন আহমেদের সঙ্গে মোহাম্মদ সাইফউদ্দিনের ফিটনেস পরীক্ষা নেওয়া হয়। যেখানে তাসকিন উতরে গেলেও পারেননি সাইফউদ্দিন। ৬ ওভার বল করতে বলা হলেও ২০ বল করেই কোমড়ে ব্যথা অনুভব করেন তিনি।

এরপর বল করলেও ধার ছিল না কোনো। পরে সেটা টিম ম্যানেজম্যান্টকে জানানো হয়,তাই আপাতত সাইফউদ্দিনের দলে ফেরা হচ্ছে না।