৫দিন ব্যাপী আবাসিকভাবে টঙ্গিস্থ আরচ্যারী প্রশিক্ষণ কেন্দ্র, শহীদ আহসান উল্লাহ্ মাস্টার স্টেডিয়ামে বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত ‘আরচ্যারী কোচেস ওরিয়েন্টেশন কোর্স ২০২২’ আজ সম্পন্ন হয়।
আজ শেষ দিন বিকেল ৪টায় কোর্স শেষে অংশগ্রহণকারী সকলের মাঝে সনদ বিতরণ করেন বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের সহ-সভাপতি জনাব মো: মাহফুজুর রহমান সিদ্দিকী, কোষাধ্যক্ষ মো: আনিসুর রহমান (দিপু)। এ সময় উপস্থিত ছিলেন আরচ্যারী কোচেস এন্ড জাজেস সাব-কমিটির আহবায়ক শামীমা সাত্তার মিমু ও সদস্য-সচিব এবং কোর্স সমন্বয়কারী মো: রফিক, কোচেস এন্ড জাজেস সাব-কমিটির সদস্য মো: ফারুক ঢালী। কোর্স কন্ডাক্টর হিসেবে দায়িত্ব পালন করেন বিূএসপি’র আরচ্যারী প্রশিক্ষক ও বিভাগীয় প্রধান এবং আরচ্যারী কোচেস এন্ড জাজেস সাব-কমিটির সদস্য জনাব মো: নূরে আলম, সহকারী কোর্স কন্ডাক্টর হিসেবে দায়িত্ব পালন করেন জনাব মো: আবু সাঈদ ভূইয়া।
কোর্সে অংশগ্রহণকারীদের তালিকা :
ইউসুফ হোসেন (ফরিদপুর), মো: হযরত আলী (চুয়াডাঙ্গা), মোহাম্মদ কামরুল হোসেন (চট্টগ্রাম), সামছু উদ্দিন (বিজিবি), মো: জাবের উদ্দিন (সি.টি.জি আরচ্যারী ক্লাব), বিপু রায় (নীলফামারি), মো: আবুল কাশেম মামুন (পুলিশ), যুথি আক্তার (বরিশাল), মো: আবুল বাশার (শরিয়তপুর), শেখ সজিব (বিকেএসপি), ঐশ^র্য্য রহমান তিতাস (বিকেএসপি), মো: মাহমুদুল হাসান রিয়াজ (সতীর্থ ক্লাব), মো: ইমদাদুল হক মিলন (আনসার), মোছা: হিরা মনি (নীলফামারী), সুমন কুমার দাস (সেনাবাহিনী), মো: মামুন (সেনাবাহিনী), মোছা: মুর্শিদা আক্তার কল্পনা (ঢাকা), মো: বাবুল মিয়া (আনসার), মোছা: লতিকা চাকমা (আনসার), অমি চাকমা (আনসার), মো: আল-মামুন (খাগড়াছড়ি)।