আন্তর্জাতিক

পি কে হালদারের অর্থ পাচার মামলায় হাজিরা দিলেন পূর্ণিমা

কলকাতায় ইডি দপ্তরে হাজিরা দিয়েছেন পি কে হালদার-কাণ্ডের অন্যতম অভিযুক্ত দুদকের এজাহার ভুক্ত আসামি পূর্ণিমা মৈত্র ওরফে পূর্ণিমা হালদার ওরফে পূর্ণিমা মিস্ত্রি।

 

আজ বুধবার বেলা ১১টার দিকে আইনজীবী আলী হায়দারকে সঙ্গে করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) দপ্তরে তদন্তকারী কর্মকর্তাদের সামনে হাজিরা দিতে আসেন পূর্ণিমা। পি কে হালদারের সহযোগী তার স্বামী স্বপন মৈত্র মিস্ত্রিকে এই মামলায় অন্যতম অভিযুক্ত হিসেবে আগেই গ্রেপ্তার করেছে ইডি।

এ সময় সংবাদমাধ্যমের কাছে পূর্ণিমা দাবি করেন, তাদের ফাঁসানো হয়েছে। তবে দুদকের মামলা নিয়ে মুখ খোলেননি।

এর আগে গত শনিবার বিকেলে ইডির পক্ষ থেকে অশোকনগর পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের ৫২৭/৮ নম্বর বাড়িতে আসামিকে জিজ্ঞাসাবাদ এবং নোটিশ ইস্যু করতে যান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। কিন্তু বাড়িতে কেউ না থাকায় তালাবন্ধ বাড়ির দেওয়ালে নোটিশ টাঙিয়ে যান। ওই নোটিশে চলতি মাসের ২৯ তারিখের সল্টলেকে ইডির পূর্বাঞ্চলীয় সদর দপ্তরে দেখা করতে বলা হয় পূর্ণিমাকে। হাজিরা দেওয়ার সময় নিজের ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের পাসবই এবং বারাসাতে তাদের নামে থাকা একটি ফ্ল্যাটের প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে দেখা করতে বলা হয় তাকে।