ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টি-২০ ফর্মেটে বাংলাদেশের কোন বলার মতো সফলতা নেই। আজ অবদি বাংলাদেশ ১২৫টি টি-২০ ম্যাচ খেলেছে। তাতে ১৩টি আছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, ৫টি ম্যাচে জয় আর ৭টি ম্যাচে হারের সঙ্গে ১টি ম্যাজে কোন ফলাফল হয়নি।
এ ১৩ ম্যাচের মধ্যে বাংলাদেশ ৬টি টি-২০ ম্যাচই খেলেছে নিজ ঘরের মাঠ মিরপুর আর সিলেট মাঠে, জোহানার্সবার্গে ১টি, ফ্লোরিডায় ২টি, ওয়েষ্ট ইন্ডিজের মাঠে ৩টি আর শারজায় ১টি।
জোহানার্সবার্গে
২০০৭ সালে ক্যারিবিয়ানরে বিপক্ষে প্রথম বার টি-২০ ম্যাচ খেলতে নামে দক্ষিণ আফ্রিকার জোহানার্সবার্গে। সেই থেকে ২০২২ অবদি বাংলাদেশী ব্যাটসম্যানদের ব্যাট থেকে ওয়েষ্ট ইন্ডিজের বিপেক্ষ টি-২০ ম্যাচে ৭টি ফিফটি এসেছে। তবে তাতে নেই ওয়েষ্ট ইন্ডিজের মাঠে কোন ফিফটি।
২০০৭ সালে জোহানার্সবার্গে আফতাব আহমেদ ৪৯ বলে ৬২, ২০১২ সালে মিরপুরে তামিম ইকবালের অপরাজিত ৬১ বলে ৮৮, ২০১৩ সালে ফ্লোরিডায় তামিমের ৪৪ বলে ৭৪, সাকিবের ৩৮ বরে ৬০, ২০১৩ সালেই ফ্লোরিডায় লিটনের ৩২ বলে ৬১, ২০১৮ সালে সিলেটে সাকিব ৪৩ বলে ৬১, ২০১৮ সালে মিরপুরের উইকেটে লিটনের ৩৪ বলে ৬০ রানই ওয়েষ্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশীদের টি-২০ সফলতা।
মুলত ওয়েষ্ট ইন্ডিজের মাটিতে ৩ ম্যাচের একটি বৃষ্টিতে ভেসে গিয়েছিল, বাকী দুই ম্যাচে হেরেছে বাংলাদেশ। তাতে নেই কোন ফিফটির ইতিহাস। ক্যারিবিয়ানদের মাঠে বাংলাদেশের টি-২০ ম্যাচে দলীয় সর্বোচ্চ রান ১৪৩। এবারের টি২০ সিরিজে নতুন কিছু হবে কি-না সেটাই বড় প্রশ্ন। যদি নতুন কিছু হয় সেটা হবে টি-২০ বিশ্বকাপের আগাম প্রস্তুতি।