ঈদুল আজহাকে কেন্দ্র করে মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার সহ ৯ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত গুলিসহ একটি বিদেশী পিস্তল ও একটি ওয়ান শূটারগান, ছোড়া, রামদা’, করাত, গামছা, রশি, টর্চ লাইট, মোবাইল ফোন ও বস্তাসহ নগদ টাকা জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতদের প্রত্যেকের বিরুদ্ধে ডাকাতি, চুরি ও ধর্ষণসহ নানা অভিযোগে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। সোমবার র্যাব-১ এর সহকারী পরিচালক ও সহকারী পুলিশ সুপার নোমান আহমদ এ তথ্য জানিয়েছেন।
গ্রেফতারকৃতরা হলো- গাইবান্ধার মফিজ উদ্দিন শেখের ছেলে ডাকাত দলের সর্দার শহিদুল ইসলাম (৩৪), রংপুরের মৃত আব্দুল জব্বারের ছেলে আয়নাল হক (৩৯), একই জেলার মৃত খয়রুজ্জামানের ছেলে আন্ডু মিয়া (৫৭), মৃত সাইফুল ইসলামের ছেলে আজিজুল ইসলাম ওরফে আইনুল (৩২), মৃত বিনোদ চন্দ্র মহন্ত ওরফে বিপিনের ছেলে উজ্জল চন্দ্র মহন্ত (২৭), গাইবান্ধার খোকন মিয়ার ছেলে শাহিন ওরফে সজিব (৩৩), মৃত কিনার আলী খন্দকারের ছেলে শহিদ (৩৮), বাদশা তশিলদার ওরফে নজরুলের ছেলে রনি সরকার (২৪) এবং নীলফামারীর মৃত টিপু সুলতানের ছেলে আব্দুল হাকিম ওরফে গাটু মিয়া (৪০)।
র্যাব-১’র ওই কর্মকর্তা জানান, ঈদুল আজহাকে কেন্দ্র করে মহাসড়কে ডাকাতির জন্য একদল ডাকাত রবিবার দিবাগত মধ্যরাতে গাজীপুর মহানগরীর গাছা থানাধীন ঝাঁজর এলাকায় জড়ো হয়ে প্রস্তুতি নিচ্ছে। এ গোপন সংবাদ পেয়ে র্যাব-১ এর একটি টিম সেখানে অভিযান চালিয়ে ডাকাতদলের সর্দার শহিদুল ইসলামসহ ডাকাত সদস্য ৯জনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি বিদেশী পিস্তল, একটি ওয়ান শূটারগান, একটি ম্যাগাজিন, পিস্তলের দুই রাউন্ড গুলি, ওয়ান শূটারগানের দুই রাউন্ড গুলি, ২টি ছোড়া, ১টি রামদা’, ১টি করাত, ৫টি গামছা, ১টি রশি, ২টি টর্চ লাইট, ১১টি মোবাইল ফোন ও ১টি বস্তাসহ নগদ দেড়হাজার টাকা জব্দ করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরো জানান, গ্রেফতারকৃতরা আন্তঃজেলা ডাকাতদলের সদস্য। তাদের প্রায় সবার বিরুদ্ধে ডাকাতি, চুরি ও ধর্ষণসহ নানা অভিযোগে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃতরা সড়ক ও মহাসড়ক কেন্দ্রিক ডাকাতির সঙ্গে জড়িত। তারা গাজীপুরসহ বিভিন্ন এলাকায় সড়ক মহাসড়কের নির্জন স্থানে রাতে গাছ কেটে প্রতিবন্ধকতা সৃষ্টি করতো। পরে যানবাহনকে টার্গেট করে ডাকাতি করতো। ঘটনার সময় ঈদুল আজহাকে কেন্দ্র করে মহাসড়কে ডাকাতির জন্য সেখানে জড়ো হয়ে প্রস্তুতি নিচ্ছিল বলে গ্রেফতারকৃতরা জানিয়েছে।