যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের নিয়মিত ব্রিফিংয়ে জানিয়েছে, রাশিয়ার সেনাবাহিনী তাদের রিজার্ভ ফোর্সকে ইউক্রেন সীমান্তের দিকে জড়ো করছে।
যুক্তরাজ্যের দাবি, ইউক্রেনে লম্বা সময়ের জন্য কথিত বিশেষ সামরিক অভিযান চালাতেই রিজার্ভ সেনাদের নিয়ে আসছে রাশিয়া৷
যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ ব্যাপারে টুইটে বলেছে, রাশিয়ার ইনফ্রেনটারি ইউনিটের বিশাল একটি বহর তাদের মজুদকৃত সামরিক গুদাম থেকে এমটি-এলবি সামরিক যান নিয়ে আসছে।
টুইটে তারা আরও বলেছে, পুরো দেশ থেকে রাশিয়া তাদের রিজার্ভ ফোর্সকে আনছে পরবর্তী সামরিক অভিযান চালানোর জন্য৷
এদিকে গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া৷ এর আগে তারা ইউক্রেন সীমাস্তে জড়ো হয়৷ রাশিয়ার পক্ষ থেকে বলা হয় তারা ইউক্রেন সীমান্তে সামরিক প্রশিক্ষণ নিচ্ছে৷