শ্রীলঙ্কার সাবেক অর্থমন্ত্রী এবং প্রেসিডেন্ট গোটাবাইয়া রাজাপাকসে ও সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দ রাজাপাকসের ভাই বাসিল রাজাপাকসের দেশত্যাগের প্রচেষ্টা ব্যর্থ হয়ে গেছে। দেশটির রাজধানী কলম্বোয় অবস্থিত আন্তর্জাতিক বিমানবন্দরের ‘সিল্ক রুট প্যাসেঞ্জার ক্লিয়ারেন্স টার্মিনাল’ দিয়ে তিনি দেশত্যাগ করতে চেয়েছিলেন।
কিন্তু, যাত্রীদের ব্যাপক বিক্ষোভের মুখে বিমানবন্দরের অভিবাসন কর্মকর্তারা তাকে দেশ ত্যাগ করতে দিতে অস্বীকার করেন বলে শ্রীলঙ্কার ইংরেজি দৈনিক ডেইলি মিরর নিশ্চিত করেছে। ইমিগ্রেশন সূত্রে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের উদ্দেশে রওনা দিতে গত রাত ১২ টায় বিমানবন্দরে পৌঁছেছিলেন সাবেক মন্ত্রী বাসিল।
তার জন্য সংরক্ষিত ফ্লাইটটি রাত সোয়া তিনটায় দুবাইয়ের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল। তবে অভিবাসন কর্মকর্তারা বাসিল রাজাপাকসের প্রস্থানের অনুমতি দিতে অস্বীকার করেন। শেষে দেশত্যাগ করতে না পেরে বাসিল রাজাপাকসেকে ফিরে যেতে হয়।