১৯৮৬ সাল থেকে ২০২২ সাল অবদি বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে সফলতার পালক বলতে কেবল ওডিআই-কেই চেনে টাইগার ভক্তরা। বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের নামের সঙ্গে সফলতার আলোচনায়টায় কেবল থাকে ওডিআই।
চলতি ক্যারিবীয় সফরে প্রথম টেষ্ট আর টি-২০ দুই সিরিজে করুণ পরিণতি বরণ করে বাংলাদে। ওয়ানডে সিরিজ শুরুতেই দলের ওপেনারের ভূমিকায় হাজির হলেন বিজয়। ক্নিতু এক ম্যাচের পরই বিজয় সাইট লাইনে! আসলে ৮ বছর পর জাতীয় দলে ফেরা বিজয় কে নিয়ে কি ভাবছে বিসিবি? শুধুই কি ওডিআই নিয়ে বিসিবির সকল পরিকল্পনা?
এ প্রসঙ্গে জানতে চাওয়া হয় বিসিবির অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসের কাছে। তিনি মিডিয়াকে বলেন, না! তা কেন হবে? শুধু ওয়ানডে নিয়ে বসে থাকলে তো চলবেনা। আমরা ওয়ানডেতে মোটামুটি ভালো খেলি। এ ফরম্যাটে আমাদের সাফল্য বেশি। সেটা সবার জানা। এবার ওয়েস্ট ইন্ডিজের মাটিতেও সেটা দেখা গেলো। আমরা টেস্ট ও টি-টোয়েন্টি ভালো খেলি না। তবে ওয়ানডে ভালো খেলি। এটি সবার জানা, এটিই সত্য।
তিনি আরো বলেন, ওয়ানডেতে আমরা একটা মানদণ্ড দাঁড় করিয়েছি। ওয়ানডের মত অতো ম্যাচ না জিতলেও টেস্টেও আমরা মাঝে ভালো খেলি। বছরের শুরুতে নিউজিল্যান্ডের মাটিতে কিউইদের হারিয়ে দিয়েছে আমাদের ছেলেরা। নিউজিল্যান্ডের মাটিতে ৫০০+ স্কোর করার রেকর্ডও আছে। কিন্তু হঠাৎ করে এখন আর সেটা হচ্ছে না। এখন টেস্টের পারফরম্যান্সও তলানিতে গিয়ে ঠেকেছে।
টেস্ট নিয়ে জালাল ইউনুসের ভাবনা হলো ‘এখন যারা আছে, তাদের দিয়ে হবে না, নতুন প্রজন্ম দরকার- আমি এরকম ভাবনার সঙ্গে একমত নই। আমাদের যারা প্রতিষ্ঠিত টেস্ট পারফরমার আছে- মুমিনুল, তামিম, মুশফিক, সাকিবরা তো পরীক্ষিত পারফরমার।
জালাল ইউনুস বলেন, হয়তো সাম্প্রতিক সময় আমাদের পারফরম্যান্স ভালো হচ্ছে না। তাই বলে তাদের দিয়ে হবে না- এমন চিন্তার যৌক্তিকতা নেই। আমার পরামর্শ হলো, কেন আমরা টেস্টে ভালো খেলছি না- সেটা খুঁজে বের করতে হবে। আমার বিশ্বাস মুমিনুলরাই ফর্ম ফিরে পাবে। তাদেরকে ফর্মে ফেরানোর কাজটাই করতে হবে। তারা যাতে আগের মতো পারফরম করে সে কার্যকর উদ্যোগটা নিতে হবে। তা নিতে পারলে দেখবেন আমরা টেস্টেও আবার বছর দুয়েক আগের মতো ভালো খেলার সামর্থ্য অর্জন করবো।