শ্রীলঙ্কার প্রেসিডেন্ট দেশ ছেড়ে পালিয়ে স্যেদি আরব যাওয়া আর লঙ্কার পুরো দেশ জুড়ে নিরাপত্তা-হীনতার বিষয়টি এখন বিশ্ব ক্রিকেটে হট নিউজে পরিণত হয়েছে। এর মুল কারণ, ২০২২ এশিয়া কাপের আয়োজক ছিল শ্রীলঙ্কানরা। লঙ্কানরা দেউলিয়া ঘোষনা হবার পর থেকেই আলোচিত হয়ে আসছে এশিয়া কাপ কি লঙ্কার মাটিতে আয়োজন করা সম্ভব? তখন থেকেই আলোচনায় বিকল্প ভেন্যু বাংলাদেশ। কিন্তু অস্ট্রেলিয়ানরা লঙ্কার মাটিতে সফর করে যাবার কারণে লঙ্কান ক্রিকেট কর্তারা এসিসিকে বোঝাতে সক্ষম হন লঙ্কার মাটিতেই এশিয়া কাপ-২০২২ আয়োজন সম্ভব।
কিন্তু পরিস্থিতি আবারো পাল্টে গেছে। লঙ্কান প্রেসিডেন্ট পালিয়ে গিয়ে পদত্যাগ করার পর পুরো দ্বীপ দেমটি জুতে কারফিউ জারি করা হয়। চার দিকে নিরাপত্তা-হীনতায় লঙ্কান দেশবাসী। তাহলে এর মধ্যে এশিয়া কাপ আয়োজন করা কি করে সম্ভব? এ প্রসঙ্গে এসিসি তাদের প্রধান কার্যালয় কুয়ালালামপুরে (মালেশিয়া) গতকাল শুক্রবার বৈঠকে বসে। তবে কোন সিদ্ধান্ত ঘোষনা করা হয়নি এসিসির বৈঠক শেষে।
এই মূহুর্তে এতো অল্প সময়ে বাংলাদেশ ছাড়া আর কোন দেশের পক্ষে এশিয়া কাপের আয়োজন করা সম্ভব নয়, এটা তো আরো আগে থেকেই প্রকাশিত হয়েছে। লঙ্কান পরিস্থিতির পর এসিসি বৈঠক শেষে কোন ঘোষনা না দিলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছে বলে বিসিবির অন্দর মহল থেকে জানা গেছে।
বিসিবির সেই অন্দর মহলের একটি সূত্র আজ দৈনিক বার্তাকে মুঠোফোনে জানিয়েছে, কাল বিসিবির বোর্ড মিটিং। আর পর দিন বিসিবি এজিএম অনুষ্ঠিত হবে রাজধানীর একটি ৫ তারকা হোটেলে।
কাল বিসিবির বোর্ড মিটিংয়ে আর এজিএমে মুল বিষয় কি? জানা গেছে, এশিয়া কাপের আয়োজক হিসেবে বাংলাদেশের ভূমিকা আর টি-২০ বিশ্বকাপের দল নির্বাচন। সঙ্গে দলের অধিনায়কের প্রসঙ্গটিও থাকবে।