বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা বিপিএল সব সময়ই আলোচিত আর সমালোচিত। লম্বা একটি সময় পেরিয়েও ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট বিপিএল আজও একটি কাঠামোর মধ্যে আনতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড তথা বিসিবি। কিন্তু এবার পরিস্থিতি পাল্টে গেছে। ২০২২ সালে বিসিবি বেশ ভালোভাবেই বিপিএলের সূচী তৈরি করেছে।
বিসিবি চূড়ান্ত করেছে বিপিএলের আগামী তিন বছরের সূচিও। সাতটি দল নিয়ে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা বেশি। মাঝে দুই বছর বিরতির পর আবারও ফেরানো হবে ফ্র্যাঞ্চাইজিদের। আসতে পারেন পুরোনোরাও।
আগামী বছরের প্রথম সপ্তাহেই শুরু হবে বিপিএল। ৫ জানুয়ারি থেকে শুরু হওয়া টুর্নামেন্টের ফাইনাল হবে ১৬ ফেব্রুয়ারি। ২০২৩ সালের বিপিএল অনুষ্ঠিত হবে ৪৩ দিনব্যাপী। ২০২৪ সালের বিপিএলও ৪৩ দিনের। ৬ জানুয়ারি শুরু হয়ে শেষ হবে ১৭ ফেব্রুয়ারি। ২০২৫ সালের বিপিএল ১ জানুয়ারি শুরু হয়ে শেষ হবে ১১ ফেব্রুয়ারি। ওই আসরের বিপিএলের ব্যাপ্তি হবে ৪২ দিন।