Posted onAuthorজহির ভূইয়াComments Off on দেশে ফিরেছে ক্রিকেটাররা
টেষ্ট আর টি-২০ সিরিজে হারের পর ওডিআই সিরিজে প্রতিশোধ নিয়ে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশের পর উইন্ডিজ সফর শেষে দেশে ফিরছেন টাইগার বাহিনী। দেশের মাটিতে পা রাখা স্পিন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ বিমানবন্দরে সাংবাদিকদের। প্রশ্নের মুখে পড়েন। প্রশ্ন করা হয় ওয়ানডে ফরম্যাটে এত ভালো কেন বাংলাদেশ?
এটা তো স্বাভাবিক প্রশ্ন। উইন্ডিজ সফরে অতিথি দল টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজে হারের পর ওয়ানডে সিরিজে টাইগারদের গর্জনে নাস্তানাবুদ হয়েছেন ক্যারিবীয়রা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মিরাজ বলেন, আসলে ওয়ানডেতে বাংলাদেশের ক্রিকেটাররা তুলনামূলক স্বস্তিতে খেলতে পারে বা কমফোর্টেবল থাকে। আর সেটিই তাদের ভালো খেলার পেছনে বড় ভূমিকা রাখে।
টাইগার স্পিন অলরাউন্ডার আরো বলেন, টেস্ট ক্রিকেটে একটা সেশন খারাপ খেললে অন্য সেশনে ভালো করার সুযোগ থাকে। টানা পাঁচ দিন যে দল ভালো করে তাদেরই ফল পাওয়ার সুযোগ বেশি থাকে। টি-টোয়েন্টি যদি বলেন, খুব অল্প সময়ের খেলা যে এক-দুটা ওভারে মোমেন্টাম বদলে যায়। সো দুটা ওরকম। ওয়ানডেটা যেহেতু আমরা অনেক দিন ধরে ভালো খেলে আসছি। ওয়ানডেতে সবাই খুব ভালো টাচে থাকে, সবাই ওই বিশ্বাসটা করে। আমাদের ভেতর যেসব খেলোয়াড় আছে, অনেক অভিজ্ঞ ক্রিকেটারও আছেন, যারা সব সময় খেলে।
আর সে কারণেই ৫০ ওভারের ক্রিকেট খেলতে বাংলাদেশি ক্রিকেটাররা বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন বলে জানান মিরাজ। তিনি আরো বলেন, আমরা ওয়ানডেতে বেশ কমফোর্টেবল। এই ফরম্যাটে সব সময়ই ভালো ক্রিকেট খেলি। ৪-৫ বছর ধরে ভালো রেজাল্টও করে আসছি। যে জিনিসটা সফলতা পায়, অবশ্যই ঐ জিনিসটায় সবাই বেশি আত্মবিশ্বাসী থাকে।
এদিকে উইন্ডিজ সফর শেষে বুধবার দেশে ফিরেছেন পেসার তাসকিন আহমেদ, স্পিনার মেহেদী হাসান মিরাজসহ টিম অফিসিয়ালের কয়েকজন।
আজ ফিরবেন নাসুম আহমেদ, মাহমুদউল্লাহ ও আফিফ হোসেন। বাকি ক্রিকেটাররা আসবেন বিকেলে। তামিম ইকবাল ইংল্যান্ডে ছুটি কাটিয়ে কয়েক দিন পরে ফিরবেন।
‘সাকিব-বেটউইনার নিউজ’ প্রসঙ্গটি বিসিবি মানতে নারাজ। কোন অবস্থাতেই বিসিবি সাকিবেরেএই চুক্তি মানছে না। বেটউইনার নিউজের সঙ্গে চুক্তি বাতিল না করলে কঠিন সমস্যায় পড়বেন সাকিব আল হাসান। সাকিবকে চিঠি দিয়েছে বিসিবি। আজই এর জবাব দিতে হবে বলে জানিয়ে দিলেন বিসিবি সভাপতি। আসন্ন এশিয়া কাপসহ বিশ্বকাপ টি২০-২০২২ এও বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে সাকিবের কোনও সম্পর্ক থাকবে না বলে […]
সৌদি আরব পবিত্র ওমরাহ হজ পালন করতে গেছেন পেসার তাসকিন আহমেদ। ওমরাহ পালন করতে সৌদি আরবের উদ্দেশে গেল শনিবার রাতে ঢাকা ত্যাগ করেন জাতীয় ক্রিকেট দলের এ পেসা তারকা। রোববার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে ছবিসহ একটি লেখা পোস্ট করেন বিষয়টি নিশ্চিত করেন তাসকিন নিজেই। ক্যাপশনে তাসকিন লেখেন, ‘পৃথিবীর সকল মুসলিম ভাই-বোন কে আল্লাহ তা’আলা তাঁর […]