Common আন্তর্জাতিক

নদীর উপর সেতুতে জ্বলছে ট্রেন, জানলা ভেঙে যাত্রীদের নদীতে ঝাঁপ

ওয়েলিংটন এবং অ্যাসেম্বলি স্টেশনের মাঝে মিস্টিক নদীর উপর রেলসেতুতে ট্রেনে আগুন ধরে যায়। ট্রেনে প্রায় ২০০ যাত্রী ছিলেন। ট্রেন চলতে চলতেই পোড়া গন্ধটা নাকে এসেছিল এক যাত্রীর। হঠাৎই যাত্রীদের মধ্যে এক জন চেঁচিয়ে উঠলেন আগুন লেগেছে। মুহূর্তেই সেই বার্তা ছড়িয়ে পড়ে ট্রেনের অন্য যাত্রীদের মধ্যে। ভয়ে দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়

অনেকেই দরজা খুলে বেরোনোর চেষ্টা করছিলেন। কিন্তু লক থাকায় খুলতে পারেননি। ফলে একের পর এক জানলা ভেঙে যে যেমন পেরেছেন, ট্রেন থেকে লাফ মেরে বাইরে বেরিয়ে আসেন। আতঙ্কে যখন যাত্রীদের মধ্যে ছুটোছুটি চলছে তখন তাঁদের মধ্যে থেকেই এক মহিলা যাত্রী ট্রেন থেকে সটান ঝাঁপ দিলেন নদীতে। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটে আমেরিকার ম্যাসাচুসেটসে দানা ব্রিজের উপর।

ম্যাসাচুসেটস বে ট্রান্সপোর্টেশন অথরিটি (এমবিটিএ) জানিয়েছে, সকালে অরেঞ্জ লাইনের একটি ট্রেনের সামনের দিকের কামরায় আগুন লেগে যায়। ওয়েলিংটন এবং অ্যাসেম্বলি স্টেশনের মাঝে মিস্টিক নদীর উপর রেলসেতুতে সেটি দাঁড়িয়ে পড়ে। খবর পেয়েই এমবিটিএ-র কর্মীরা সেখানে যান। যাত্রীদের নিরাপদে ট্রেন থেকে বার করে আনা হয়। এই ঘটনায় কেউ হতাহত হননি।”