গাজীপুরের কাপাসিয়ায় গত কয়েকদিন ধরে উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আমানত হোসেন খানের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ করছে নিজ দলের উপজেলা আওয়ামী লীগ ও অন্যান্য অংগ সংগঠনের নেতা. কর্মী ও সমর্থকরা। তারা এ ঘটনায় আমানত হোসেন খানকে কাপাসিয়ায় অবাঞ্চিত ঘোষণাও করেছে। একটি জাতীয় দৈনিক পত্রিকায় ‘আওয়ামী লীগের ভিতরে এমপি লীগ’ শিরোনামে সংবাদ প্রকাশের প্রেক্ষিতে এ বিক্ষোভ কর্মসূচি করছে দলের নেতা কর্মীরা। এদিকে পত্রিকায় প্রকাশিত ওই সংবাদের সঙ্গে কোন সম্পর্ক নেই বলে দাবী করেছেন ওই উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আমানত হোসেন খান। শনিবার বিকেলে গাজীপুর জেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবী করেন তিনি।
সম্মেলনে তিনি বলেন, কাপাসিয়ার রাজনীতির পরিবেশ নষ্ট করতে স্থানীয় সংসদ সদস্যের সঙ্গে আমার সম্পর্কের অবনতি ঘটানোর জন্য স্বার্থান্বেষী মহল ষড়যন্ত্র করছে। তারা আমার সঙ্গে কথা না বলে মিথ্যা তথ্য দিয়ে গত ১৮ জুলাই দৈনিক ইত্তেফাক পত্রিকায় ‘আওয়ামী লীগের ভিতরে এমপি লীগ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ করেছে। সংবাদে আমাকে উদ্ধৃত করে কাপাসিয়ার সংসদ সদস্য সিমিন হোসেন রিমি সম্পর্কে কিছু অসত্য কথা বলা হয়েছে। কিন্তু আমি এসব বিষয় নিয়ে কোন সাংবাদিকের কাছে কোন বক্তব্য দেইনি বা এ ব্যাপারে আমার সঙ্গে কোন সাংবাদিক কথা বলেননি। উক্ত বক্তব্যের সঙ্গে আমার কোন সম্পর্ক নেই। আমি ওই সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি। এসময় তিনি এলাকায় রাজনৈতিক পরিবেশ শান্ত করতে প্রকৃত তথ্য প্রকাশের জন্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
সংবাদ সম্মেলন শেষে কেক কেটে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ৯৭তম জন্মবার্ষিকী পালন করা হয়।