গাজীপুরের শ্রীপুরে ট্রেনের সঙ্গে গার্মেন্টসের শ্রমিকবাহী বাসের সংঘর্ষ হয়েছে। এতে গার্মেন্টস্ শ্রমিক তিনজন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছে। রবিবার ঢাকা-ময়মনসিংহ রেল লাইনের শ্রীপুরের মাইজ পাড়া ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
শ্রীপুর রেলস্টেশনের মাস্টার হারুন অর রশিদ জানান, ঢাকা থেকে ময়মনসিংহগামী বলাকা এক্সপ্রেস ট্রেনটি রবিবার সকাল ৭টা ৫মিনিটে শ্রীপুর স্টেশন থেকে ছেড়ে যায়। ট্রেনটি কাওরাইদ স্টেশন ও সাতখামাইর স্টেশনের মাঝামাঝি এলাকায় মাইজপাড়া ক্রসিং অতিক্রম করার সময় একটি গার্মেন্টস কারখানার শ্রমিকবাহী বাসের সঙ্গে সংঘর্ষ হয়।
গাজীপুর রেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ শহিদুল্ল্যাহ্ জানান, এঘটনায় ঘটনাস্থলে প্রিয়া নামে একজন শ্রমিক নিহত হয়েছে। অপর দুজনকে ট্রেনে করে চিকিৎসার ময়মনসিং নেয়ার পথে মারা যায়। তাদের লাশ গফরগাও রেলস্টেশনে নামিয়ে রাখা হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালসহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতের নাম পরিচয় জানা যায়নি।