বিদ্যুৎ ও গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করছে বিএনপি। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আয়োজনে এ কর্মসূচির আয়োজন করা হয়। রোববার সকাল ১০টার আগে থেকেই জাতীয় প্রেস ক্লাবের সামনে এ সমাবেশ শুরু হয়। তবে এর আগেই সংগঠনটির ঢাকা মহানগরের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা সমাবেশে আসা শুরু করেন। ছোট ছোট মিছিল নিয়া তারা সমাবেশস্থলে আসেন। এসময় পল্টন, সেগুনবাগিচা ও এর আশপাশের এলাকায় নেতাকর্মীদের বিচ্ছিন্ন উপস্থিতি দেখা যায়। সমাবেশে বিএনপি ও অঙ্গ সংগঠনের কয়েক কয়েক হাজার নেতাকর্মী অংশ নিয়েছেন। এ সময় নেতাকর্মীরা নানা ধরনের সরকার বিরোধী স্লোগান দিচ্ছেন। সমাবেশকে কেন্দ্র করে প্রেস ক্লাবসহ এর আশপাশের এলাকায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিত রয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিবেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, সমাবেশে বিএনপির কেন্দ্রীয় ও মহানগর নেতারা এখন বক্তব্য দিচ্ছেন।