Featured কৃষি দেশবার্তা

মহালছড়িতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

খাগড়াছড়ি জেলার মহালছড়িতে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২উপলক্ষে বর্ণাঢ্যর্যা লি, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৪ জুলাই রবিবার মহালছড়ি উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ২য় দিনে এই প্রোগ্রাম গুলো অনুষ্ঠিত হয়।

উক্তর্যালি এবং আলোচনা সভায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান বিমল কান্তি চাকমা। এছাড়াও আরো উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন, মহালছড়ি মৎস্য অফিসের কর্মকর্তা প্রবীন চন্দ্র চাকমা, কাপ্তাই হ্রদ মৎস্য উন্নয়ন ও বিপণন কেন্দ্র মহালছড়ি উপকেন্দ্র প্রধান নাসরুল্লাহ আহমেদ, অত্র দপ্তরের কর্মচারী সহ মহালছড়ির মৎস্যজীবীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যে ২৩ জুলাই থেকে ২৯ জুলাই পর্যন্ত ৭ দিন যাবত সারাদেশের ন্যায় মহালছড়িতে গতকাল থেকে শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২।

মিল্টন চাকমা কলিন, (মহালছড়ি) খাগড়াছড়ি প্রতিনিধি