দেশবার্তা

অলৌকিক নয়, সুড়ঙ্গ পথে ভূগর্ভে নেমে গেছে মাছসহ পুকুরের পানি

গত ১৮ জুলাই উপজেলার পাইকড় ইউনিয়নের বাগইল পশ্চিম পাড়ার মৃত আবর আলীর ছেলে নুরুল ইসলামের একটি ছোট পুকুরে এ ঘটনা ঘটে। এর আগে হঠাৎ করে ১০-১২ ফিট উঁচু হয়ে পানি ওপরে উঠতে থাকে। আকস্মিক এই ঘটনায় স্থানীয় লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা জানায়, তবে এর কিছুক্ষণ পর পুকুরের পানি স্থির হয় এবং একদিন পর বুধবার বিকেলের দিকে পুকুরের সমস্ত পানিসহ মাছ উধাও হয়ে যায়। এতে স্থানীয় লোকজনের মাঝে ভয়-ভীতি ও আতঙ্কের সৃষ্টি হলেও কিছু সাহসী লোক পানিশূন্য পুকুরের কাদা-মাটিতে নেমে পানি ও মাছ উধাও হওয়ার বিষয়টি অনুসন্ধান করে। একপর্যায় পুকুরের মাঝখানে একটি সুড়ঙ্গ দেখতে পায় তারা। এরপর কিছু লোক বিষয়টি অলৌকিক বলে প্রচার করতে থাকায় আশপাশের গ্রাম থেকে জনগণ দলে দলে তা দেখার জন্য ছুটে আসে।

সরেজমি গিয়ে বিষয়টি দেখে ও স্থানীয় প্রবীণ লোকদেরর সাথে কথা বলে জানা যায়, প্রায় ২০-২৫ বছর পূর্বে পুকুরের ওই স্থান থেকে মেশিনের সাহায্যে অনেক বালু উত্তোলন করা হয়েছিল। তাদের ধারনা, ওই বালু উত্তোলনের ফলে মাটির নীচে ফাঁকা হয়ে পড়ে । এরপর দীর্ঘ ২০-২৫ বছর পুকুরে পানি থাকলেও কয়েকদিনে অতিরিক্ত গরমের ফলে নীচের পানির (জোয়ার) স্তর বৃদ্ধি পাওয়ায় প্রথমে ওই সুড়ঙ্গ দিয়ে পানি ওপরে উঠে এবং কিছুক্ষণ পরে সড়ঙ্গ পথে মাছসহ পানি ভূগর্ভে নেমে গেছে।