দুই দিন পর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল বিমানের সিটে বসবে। জিম্বাবুয়ের মাটিতে টাইগার বাহিনী টি-২০ আর ওডিআই সিরিজে অংশ নেবে। জিম্বাবুয়ে সফরে টাইগার বাহিনী এবার তারকা-হীন এক দল নিয়ে যাচ্ছে, দলে নেই সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। ২৭ জুলাই জিম্বাবুয়ের উদ্দেশে উড়াল দেবেন ক্রিকেটাররা। রাত ১টা ৪০মিনিটে নুরুল হাসান সোহানের দল যাবে। এরপর ৩০ জুলাই জিম্বাবুয়ে যাবে ওয়ানডে দলের ক্রিকেটাররা।
এবারের দলটি যেমন তরুণদের উপর ভর করে তৈরি করেছে বিসিবি, তেমননি তরুণদের অ্রগ্রাধিকারও দিযেছে বিসিবি। এরই প্রকাশ আজ রাজধানীর ৫ তারকা হোটেলে বিসিবি-ক্রিকেটার লাঞ্চ। আজ দুপুরে ক্রিকেটারদের নিয়ে বিসিবি মধ্যাহ্নভোজের আয়োজন করেছে ।
বিসিবি থেকে জানা গেছে, ৫ তারকা হোটেলে ক্রিকেটারদের নিয়ে এ আয়োজনটা ছিল মুলত ক্রিকেট অপারেশন্স কমিটির পক্ষথেকে। সব ক্রিকেটারই বিসিবির লাঞ্চে উপস্থিত হয়েছেন। কোনো সিরিজের আগে সাধারণত এমন দেখা যায় না।
শুধু লাঞ্চের কথা বলা হলেও মুলত আসন্ন সিরিজে দলীয় কার্যক্রম নিয়ে আলোচনাটাই ছিল মুল বিষয়, যা ছিল পর্দার আড়ালে। এছাড়া জিম্বাবুয়ে সিরিজের জন্য নেতৃত্ব পাওয়া সোহানের সঙ্গেও দেখা হবে। দুপুর গড়ানোর সঙ্গে সঙ্গেই একে একে জিম্বাবুয়ে সিরিজের দুই ফরম্যাটের দলে থাকা ক্রিকেটাররা আসতে থাকেন অনুষ্ঠানের ভেন্যুতে। বিসিবির অন্দর মহল থেকে জানা গেছে, সিনিয়র ক্রিকেটাররা যেহেতু নেই, তাই দলে যেন কোন নেতৃত্ব নিয়ে সমস্যা হয়্ যেমনটা ভারত-পাকিস্তান ক্রিকেটে হয়ে থাকে। এই লাঞ্চের মুল উদ্দেশ্যটাই ছিল দলীয় হিসেবটা ঠিক রাখা।