Common ক্রিকেট খেলাধুলা

ভারত টি-২০ দল ঘোষণা, এশিয়া কাপ আর বিশ্বকাপে একই দল

ভারতীয় ক্রিকেট বোর্ড তাদের আগামী তিনটি আসরের জন্য টি-২০দল ঘোষণা দিয়েছে। যদিও কাজটা সহজ ছিল না ভারতীয় কর্তাদের জন্য। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ জনের দল ঘোষণা করা ভারতের জাতীয় নির্বাচকদের জন্য সহজ কাজ ছিল না। কিন্তু তাদেরকে কঠিন কাজটি করতে হবে এক সপ্তাহের মধ্যে- এশিয়া কাপের দল ঘোষণা। এই প্রতিযোগিতার জন্য দল নির্বাচনের শেষ দিন ৮ আগস্ট। কঠিন বলার কারণ এশিয়া কাপ ও অস্ট্রেলিয়ায় হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতের দল হবে একই!

বলা হচ্ছে, আগামী অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় যাবে ভারত এশিয়া কাপের দল নিয়ে। ইনজুরির হিসাবনিকাশ আলাদা। ওই একই দল অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে সেপ্টেম্বর-অক্টোবরে ছয়টি টি-টোয়েনিট খেলবে। বিশ্বকাপের আগে টিম ম্যানেজমেন্টকে পর্যাপ্ত সময় দিতে চান নির্বাচকরা।

ব্যক্তিগত ও স্বাস্থ্যগত কারণে ওয়েস্ট ইন্ডিজে সাম্প্রতিক টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়া বিরাট কোহলি, যশপ্রীত বুমরা ও লোকেশ রাহুল এশিয়া কাপের দলে ফিরছেন নিশ্চিতভাবে। রাহুলকে নিয়ে শনিবারের নির্বাচনী বৈঠকে আলোচনা হয়েছে। করোনা পরবর্তী অসুস্থতা এখনও কাটিয়ে উঠতে পারেননি তিনি। তবে এশিয়া কাপের জন্য ফিট হয়ে উঠবেন তিনি।