Common ক্রিকেট খেলাধুলা

ইনজুরি নিয়ে দেশে ফিরছেন অধিনায়ক সোহান, নতুন অধিনায়ক কে?

জিম্বাবুয়ে সফর শেষ হয়ে গেল টি-২০ নতুন অধিনায়ক নুরুল হাসান সোহানের। জিম্বাবুয়ের বিপক্ষে ১-১ সমতা আনার ম্যাচে বাংলাদেশ ফিল্ডিং করার সময় অধিরায়ক নুরুল হাসান সোহান আঙ্গুলে আঘাত পান।

হাসানের ডেলিভারিতে একটি বল সোহানের গ্লাভসের পাঁক গলে আ্ঙ্গুলে আঘাত হানলে তিনি ইনুজরি প্রাপ্ত হন। পরে বিসিবি স্ক্যান করানোর পর জানতে পারে সোহনের আঙ্গুলে ফঁটল ধরেছে।

বিসিবি ফিজিও মোসাদেস আলফা সানি জিম্বাবুয়ে থেকে এক ভিডিও বার্তায় জানিয়েছেন কমপক্ষে ১৫ দিন সময় লাগবে সোহনের সুস্থ হতে। এর মানে জিম্বাবুয়ে সফর শেষ সোহানের।

বিসিবি থেকে জানানো হয়েছে যে, সোহানের জিম্বাবুয়ের বিপক্ষে ওডিআই সিরিজও শেষ হয়ে গেছে। সোহানের পক্ষে ওডিআই সিরিজ অংশ নেয়া সম্ভব নয়। তাহলে নতুন টি-২০ অধিনায়ক?

কাল শেষ টি-২০ ম্যাচে নতুনটি-২০ অধিনায়ক হিসেবে কাকে দেখা যাবে? জানা গেছে, মোসাদ্দেককে বিবেচনায় রেখেছে ম্যানেজমেন্ট। দলে অনিয়মিত হলেও ঘরোয়া ক্রিকেটে অধিনায়ক হিসেবে বেশ সমাদৃত তিনি। নামের পাশে ঢাকা লিগ ও বিসিএলের শিরোপাও আছে। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের জয়ের নায়কও ছিলেন তিনি। এসব বিবেচনায় মোসাদ্দেক লিটনের চেয়ে পিছিয়ে নেই।

দল জিম্বাবুয়েতে থাকায় দেশ থেকে অধিনায়কত্ব নিয়ে কোনও নির্দেশনা দিচ্ছে না বিসিবি। বিসিবির পরিচালক ও ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানালেন, শেষ ম্যাচে অধিনায়ক নির্বাচন করবে টিম ম্যানেজমেন্ট। মুঠোফোনে দৈনিক বার্তাকে বলেন, ‘ওখানে টিম ডিরেক্টর, টিম ম্যানেজমেন্ট আছে। একটা ম্যাচের জন্য তারা যাকে ভালো মনে করবে তাকে বেছে নেবে। যে দুইটা নাম বললেন তারা নিশ্চয়ই বিবেচনায় থাকবে। লিটন তো আগেও অধিনায়কত্ব করেছে। ওর অভিজ্ঞতা আছে। মোসাদ্দেক ঘরোয়া ক্রিকেটে নিয়মিত অধিনায়ক। তাকেও বিবেচনায় রাখতে পারে। যে সিদ্ধান্তই আসুক, সেটা টিম ম্যানেজমেন্ট নেবে।’