জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে নুরুল হাসান সোহান ইনজুরিতে পড়ার পর ওডিআই সিরিজে লিটন, শরিফুল ইনজুরি আক্রান্ত হলেন। এর আগে ওয়েষ্ট ইন্ডিজ সফর চলাকালে পিঠে ইনজুরি নিয়ে দেশে ফেরা ইয়াসির আলীও এখনও শত ভাগ ফিট নন। এর মধ্যেই বিসিবিকে এশিয়া কাপের জন্য দল ঘোষণা করার কথা ৮ আগষ্টের মধ্যে। হাল্কা ইনজুরির সমস্যা আছে অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম। মহা বিপাকে বিসিবির নির্বাচক মন্ডলি।
ইনজুরি সমস্যায় জর্জনিত বিসিবি বাধ্য হয়েছে দল গঠনের জন্য এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) কাছে তিনদিন বেশি সময় চাইতে। বিসিবি আবেদন এশিয়ান ক্রিকেট কাউন্সিল মঞ্জুরও করেছে।। এশিয়া কাপের জন্য দল ঘোষণা শেষ দিন ৮ আগস্ট না এখন বাংলাদেশ ১১ আগস্টের মধ্যে দল ঘোষণা করতে পারবে।
সংযুক্ত আরব আমিরাতে ২৭ অগস্ট শুরু হবে এশিয়া কাপ। আর ফাইনাল হবে ১১ সেপ্টেম্বর। টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এবারের আসর হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। ছয়টি দলকে দুই গ্রুপে ভাগ করে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। দুই গ্রুপের সেরা দুইটি করে মোট চারটি দল খেলবে সুপার ফোরে।
‘এ’ গ্রুপে ভারত ও পাকিস্তানের সঙ্গে যুক্ত হবে কোয়ালিফায়ার থেকে উঠে আসা একটি দল। আর ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী শ্রীলঙ্কা ও আফগানিস্তান। এবারের এশিয়া কাপে বাংলাদেশের প্রথম ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে ৩০ আগস্ট। এরপর দ্বিতীয় ম্যাচ খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে ১ সেপ্টেম্বর। প্রতিযোগিতার ম্যাচগুলো হবে আরব আমিরাতের দুবাই ও শারজাহ শহরে।