দীর্ঘ ছয় বছরের প্রেমের পর বিয়ের স্বীকৃতি পেতে বগুড়ার ধুনটে সেলিম রেজা নামের এক প্রেমিকের বাড়িতে দুই দিন ধরে অনশন করছেন এক নারী। বুধবার সন্ধ্যা থেকে তিনি উপজেলার গোশাইবাড়ি ইউনিয়নের মানিক পোটল গ্রামে প্রেমিকের বাড়ির সামনে অনশনে রয়েছেন।
স্থানীয়রা জানায়, গত বুধবার সন্ধ্যা সাড়ে ৫ টায় দিকে সেলিম রেজা ঢাকার ফার্মগেট এলাকা থেকে এক গার্মেন্টস কর্মীকে বিয়ের কথা বলে গ্রামের বাড়িতে নিয়ে আসেন। কিন্তু সেলিম রেজার স্বজনরা বিয়েতে রাজি না হওয়ায় ছেলেটি তার পরিবারের লোকজনসহ কৌশলে সরে পড়ে।
অনশনরত প্রেমিকা জানান, তিনি ঢাকায় পোশাক কারখানায় এবং সেলিম ঢাকার শাহবাগে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন পিওন পোস্টে চাকুরি করেন। ৬বছর আগে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্প্রতি সেলিম রেজাকে তিনি বিয়ের কথা বললে, সে টালবাহানা করে শুরু করে। উপায় না দেখে তিনি সেলিমের বাড়িতে আসেন।
অনশনরত প্রেমিকা আরও জানান, সেলিম বিয়ে না করলে তার আত্মহত্যা করা ছাড়া আর কোন উপায় নাই।
এ ব্যাপারে গোসাইবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান মাসুদুল হক বাচ্চু বলেন, বিষয়টি জানার পর থেকে সুষ্ঠু সমাধানের চেষ্টা করা হচ্ছে। সমাধান না হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে