আন্তর্জাতিক

শেষ পর্যন্ত লড়াইয়ের ঘোষণা জেলেনস্কির

বুধবার ২৪ আগস্ট নিজেদের ৩১তম স্বাধীনতা দিবস পালন করছে ইউক্রেন। ১৯৯১ সালের এদিন গণভোটের মাধ্যমে সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে আলাদা হয়ে নতুন স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করে ইউক্রেন।

স্বাধীনতা দিবসটি উৎসবের রঙে রঙিন থাকার কথা থাকলেও এ বছর ‘আতঙ্কের’ মধ্যে দিনটি পালন করছেন সাধারণ ইউক্রেনীয়রা। কারণ যুক্তরাষ্ট্র সতর্কতা দিয়ে জানায়, স্বাধীনতা দিবসকে উপলক্ষ্য করে রাজধানী কিয়েভসহ বেশ কিছু অঞ্চলে হামলা চালাতে পারে রুশ সেনারা।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানাচ্ছে, কিয়েভে হামলা চালাতে প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। এ কারণে অনেকে রাজধানী ছেড়ে অন্যন্য অঞ্চলে চলে গেছেন।

তবে এমন আতঙ্কের মধ্যেই স্বাধীনতা দিবসের দিন প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি বলেছেন, শেষ পর্যন্ত লড়াই করবেন তারা।

স্বাধীনতা দিবসের বক্তৃতায় জেলেনস্কি বলেন, আপনাদের কি রকম সেনাবাহিনী আছে সেটি আমরা কেয়ার করি না। আমরা শুধুমাত্র আমাদের অঞ্চলগুলোর বিষয় নিয়ে ভাবি। এগুলোর জন্য শেষ পর্যন্ত লড়াই করব।

তিনি আরও বলেন, ছয় মাস ধরে আমরা অবস্থান ধরে রেখেছি। এটি কঠিন; কিন্তু আমরা আমাদের শক্তি বজায় রেখেছি, আমাদের লক্ষ্যের জন্য লড়াই করে যাচ্ছি। প্রতিটি নতুন দিন হলো হার না মানার কারণ। দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পর শেষ পর্যন্ত লড়াই না করার কোনো অধিকার আমাদের নেই।

সূত্র: আল জাজিরা