Common ক্রিকেট খেলাধুলা

আমি আমার ভূমিকা নিয়ে অবগত আছি : শ্রীধরন শ্রীরাম

এশিয়া কাপ ২০২২ মিশন শুরু হয়ে গেছে। বাংলাদেশ দলের এশিয়া কাপের মিশনে প্রথম ম্যাচ ৩০ আগষ্ট আফগানদের বিপক্ষে। মাঠে নামার আগে বাংলাদেশে অনুশীলন পর্বটা জরুরী ছিল ক্রিকেটার ও শ্রীধরন শ্রীরামের জন্য।

ক্রিকেটার আর নতুন কোচের মধ্যে জানা-বোঝার বিষয়টি আজ প্রথম বার অনুষ্ঠিত হলো। কোচ বিহীন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল আজ এশিয়া কাপের মিশনে প্রথম বার অনুশীলনে ঘাম ঝরিয়েছে।  দলের নতুন নিয়োগপ্রাপ্ত টেকনিক্যাল পরামর্শক শ্রীধরন শ্রীরামের অধীনে আজ ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ে কঠিন অনুশীলন করেছে ক্রিকেটাররা।

প্রথম অনুশীলন সেশনে ভাল সময় কাটিয়েছে শ্রীরাম। তবে টাইগারদের অনুশীলন পর্বে বেশ অবাক হয়েছে এই ভারতীয়। তিনি আজ প্রথম অনুশীলন শেষে জানিয়েছেন, বাংলাদেশ দলকে ভাল ভাবে জানতে আরো কিছু অনুশীলন সেশন প্রয়োজন তাঁর।

এশিয়া কাপে বাংলাদেশ দলের প্রথম অনুশীলন পর্ব শেষে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে শ্রীরাম মিডিয়াকে বলেন, ‘দলে আমি আমার ভূমিকা নিয়ে অবগত আছি। ক্রিকেটারদের স্কিল বাড়াতে যা করণীয় তাই করব আমি। আশা করছি অস্ট্রেলিয়া দলে কাজ করার অভিজ্ঞতা এখানে কাজে লাগানো সম্ভব হবে। এর মানে এটা নয় যে, আমি বাংলাদেশ দলকে নেতৃত্ব দিচ্ছি।’

উল্লেখ, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টি২০ ফর্মেটে বাজে ফলাফল করার কারণে বিসিবি প্রধানের সিদ্ধান্তে দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গোকে টি২০ ফর্মেট থেকে সরিয়ে শ্রীধরণ শ্রীরামকে টেকনিক্যাল পরামর্শক হিসেবে নিয়োগ দেয়। এতে করে বিষয়টি স্বাভাবিক ভাবে গ্রহণ করতে পারেন নি ডমিঙ্গো। ছুটিতে দেশে ফিরে গিয়ে আর বাংলাদেশে না ফেরার বার্তা বিসিবিকে পাঠিয়ে দেন।