দেশবার্তা

বিএনপি-পুলিশ সংঘর্ষ, থমথমে মানিকগঞ্জ

মানিকগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে পুলিশ ও নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বেলা ১১ টার দিকে শহরের সেওতা থেকে বিএনপির বিশাল একটি মিছিল মানিকগঞ্জ জেলা শহরে প্রবেশকালে পুলিশ বাঁধা দেয়। খালপাড় এলাকায় পুলিশের সঙ্গে নেতাকর্মীদের তর্ক-বিতর্কের এক পর্যায়ে সংঘর্ষ বেঁধে যায়। বিএনপির নেতাকর্মীরা ইট-পাটকেল নিক্ষেপ শুরু করলেন পুলিশ টিয়ারসেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এসময় ছত্রভঙ্গ হয়ে যায় দলীয় নেতাকর্মীরা। এ ঘটনায় আটক করা হয়েছে বিএনপির কয়েক নেতাকে।

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল থেকে মানিকগঞ্জ জেলা শহরে বিরাজ করে থমথমে পরিবেশ। সকালে জেলা ছাত্রলীগ নেতাকর্মীরা শহরে লাঠিসোটা নিয়ে মহড়া দিয়েছে।

এদিকে পুলিশের ধাওয়ার মুখে বিএনপি নেতাকর্মীরা শহরের সেওতা এলাকার বিভিন্ন স্থানে অবস্থান করছে। জেলা শহরের পুরো খালপাড় এলাকাটি পুলিশি বেষ্টনীতে ঢাকা রয়েছে।

বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে পুলিশের একাধিক সদস্য আহত হয়েছে বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন। বিএনপি নেতাকর্মীদের দাবি তারা শান্তিপূর্ণভাবে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে গেলে পুলিশ তাদের বাঁধা দেয়।