Common ক্রিকেট খেলাধুলা

সব হিসেবেই আজ বাংলাদেশ পিছিয়ে আছে, মানসিক শক্তি তলানীতে

১০১-টা টি২০ ম্যাচে মাঠে নামা আফগানদের সামনে দাঁড়ালেই বাংলাদেশের টাইগার বাহিনীর হাটুতে কাঁপন ধরে যায়। ৯টি টি২০ ম্যাচ খেলে আফগানদের বিপক্ষে হেরেছে ৬টিতে! প্রতিটি হারের পরই বিসিবি প্রধান, নির্বাচক, টিম ম্যানেজম্যান্ট হারের ব্যাখা দিতে শুরু করে।  সুপার ফোরে টিকিট পেতে হলে আজ লঙ্কানদের বিপক্ষে জয়ের কোন বিকল্প নেই। বি-গ্রুপে আফগানরা দুই ম্যাচ জিতে সুপার ফোর নিশ্চিত করে ফেলেছে। দ্বিতীয় দলের নামটা আজ জয়ী দল থেকে আসবে।

ম্যাচের পর বলা হয়, অমুক ভুল হয়েছে, তমুকটা হলে অন্য রকম হতে পারত ম্যাচের ফলাফল। এবারও তাই হলো, ব্যাখার শেষ নেই। এই ব্যাখা তো দীর্ঘ ১৮ বছরের বেশিসময় ধরে এদেশের ক্রিকেট ভক্তরা শুনে শুনে কান পঁচিয়ে ফেলেছে। আর কবে আসবে সফলতা?

এশিয়া কাপ ২০২২ এ আজ টাইগার বাহিনীর প্রতিপক্ষ শ্রীলঙ্কা। যারা এরই মধ্যে ১৬০টি টি২০ খেলে ফেলেছে। অপর দিকে বাংলাদেশের দামাল সন্তানরা খেলেছেন ১৩২টি ম্যাচ। এশিয়া কাপে আফগানদের বিপক্ষে লঙ্কা আর বাংলাদেশ হেরেছে। কিন্তু এতে করে লঙ্কাকে পেছনে রাখার উপায় নেই। কারণ সব দিক দিয়েই লঙ্কানরা এগিয়ে রয়েছে।

এশিয়া কাপে বাংলাদেশ সাকিব, সাকিব, সাকিব করে সময় নিয়েছে দল ঘোষণা করতে। এছাড়া দল দুবাই পা রাখে লঙ্কানদের পরেই, দলীয় পরিসংখ্যনে আর আইসিসির পরিসংখ্যানেও বাংলাদেশ পিছিয়ে আছে।

আইসিসির পরিসংখ্যানের পাতায় লঙ্কানরা ৮ নম্বর দল আর বাংলাদেশ ৯ নম্বর দল। এবার আসা যাক মাঠের ফলাফলে, এ পর্যন্ত লঙ্কা-বাংলাদেশে টি২০ খেলেছে মোট ১২টি,তাতে লঙ্কানা জিতেছে ৮ আর বাংলাদেশ ৪ ম্যাচে।

মানসিক,শারীরিক, মাঠের ফিটনেস সহ সব বিভোগেই বাংলাদেশের চেয়ে এগিয়ে লঙ্কান ক্রিকেট দল। অতএব, আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে সাকিব বাহিনী জয় পেয়ে যাবে এমনটা আশা করা স্বপ্ন দেখার মতো।

তারপরও যদি জয় পেয়েও যায়, তাহলেও এশিয়া কাপে যাওয়াটা কঠিন থেকে কঠিনতর বিষয় ছাড়া আর কিছু নয়। সবচেয়ে বড় বিষয়, ওয়েস্ট ইন্ডিজ সিরিজে, জিম্বাবুয়ে সিরিজে আর এবার আফগানদের বিপক্ষে হার সত্যি সত্যিই মানসিক শক্তি তলানীতে নিয়ে গেছে। এটা তো সাকিব আল হাসান নিজেই স্বীকার করেছেন। এখান থেকে বেরিয়ে আসাটা সত্যিই কঠিন মিশন।