জাতীয়

শাওনের পরিবারকে সান্তনা দিতে নারায়ণগঞ্জে ফখরুল

নারায়ণগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি চলাকালে বিএনপি-পুলিশ সংঘর্ষে নিহত শাওনের পরিবারকে সান্তনা দিতে তার নারায়ণগঞ্জের নবীনগর বাজারের বাড়িতে গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার বেলা ১১টার দিকে তিনি সেখানে পৌঁছান। পরে শাওনের বাড়িতে গিয়ে তার মা ফরিদা বেগম ও দাদির সঙ্গে কথা বলেন। তাদের সান্তনা দেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদন জ্ঞাপন করেন মির্জা ফখরুল।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

মির্জা ফখরুল সেখানে উপস্থিত লোকজনের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তৃতা করেন।

ফতুল্লা থানা বিএনপির আহ্বায়ক জাহিদ হাসান রোজেল জানান, মহাসচিব মির্জা ফখরুল শাওনের কবর জিয়ারত করেন। শাওনের ভাইকে বুকে জড়িয়ে ধরে সান্তনা দেন। দুপুর সাড়ে ১২টার দিকে তিনি ঢাকার উদ্দেশে রওনা হন।

বিএনপি মহাসচিবের সঙ্গে যুবদলের সভাপতি সুলতান সালাহ উদ্দিন টুকু এবং স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা ছিলেন।

প্রসঙ্গত, বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ ঘটে। এতে গুলিবিদ্ধ হয়ে শাওন মারা যান। এছাড়া পুলিশের ১৫ জন এবং বিএনপির প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন।

এ ঘটনার পর বিএনপি জানায়, নিহত শাওন যুবদলের নেতা।

মির্জা ফখরুলের সঙ্গে শাওনের কবর জিয়ারত করেন ফতুল্লা থানা বিএনপির আহ্বায়ক জাহিদ হাসান রোজেলসহ নেতাকর্মীরা

তবে বৃহস্পতিবার রাতে শাওনকে যুবদল নয় যুবলীগ কর্মী দাবি করে তার বাড়ির সামনে বিক্ষোভ মিছিল করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।