নমুনা পরীক্ষা নিবেচনায় করোনাভাইরাস শনাক্তের হার প্রতিনিয়ত বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় নতুন রোগী শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ৬ দশমিক ৫১ শতাংশে। এ নিয়ে টানা চার দিন করোনা শনাক্তের হার ৫ শতাংশের উপরে থাকল।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে গত একদিনে ১৫৫ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এ সময়ে একজনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। মৃত ব্যক্তি পুরুষ। তিনি সিলেটের বাসিন্দা।
করোনা আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। নতুন রোগীদের নিয়ে দেশে শনাক্ত মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ১২ হাজার ৫৩১ জন হয়েছে। মৃত সংখ্যা বেড়ে হয়েছে ২৯ হাজার ৩২৭ জন।
গত ২৪ ঘণ্টায় ১০২ জন করোনা রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৫৭ হাজার ৭৭ জন। নতুন শনাক্ত ১৫৫ জনের মধ্যে ১২৫ জনই ঢাকা জেলার বাসিন্দা। দেশের ৬৪ জেলার মধ্যে ৫০ জেলায় গত একদিনে কোনো নতুন রোগী শনাক্ত হয়নি।