কুয়াকাটা সমুদ্রসৈকতে একই সময় ভেসে এসেছে মৃত বেলীন তিমি ও ইরাবতী ডলফিন। তিমিটির দৈর্ঘ্য ৩০ ফুট ও প্রস্থ ৬ ফুট এবং ডলফিনটির দৈর্ঘ্য পাঁচ ফুট বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
শনিবার সকাল ৯টায় জোয়ারের পানিতে সৈকতের ঝাউবাগান পয়েন্টে একশ মিটারের মধ্যে স্তন্যপায়ী প্রাণী দুটি ভেসে আসে। দুটোই অর্ধগলিত অবস্থায় দেখা যায়। এ সময় সৈকত এলাকায় পঁচা দুর্গন্ধ ছড়িয়ে পড়ে।
কুয়াকাটা সৈকতে ভেসে আসা তিমিটি সম্পর্কে সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণকারী গবেষণা প্রতিষ্ঠান ওয়াইল্ডলাইফ কনজার্ভেশন সোসাইটির ফিল্ড সমন্বয়কারী জিএম মাসুম বিল্লাহ জানান, এটি একটি ব্রাইডস তিমি এবং এর দাঁত নেই। মুখের ভেতর ছাঁকনির মতো একটা অংশ থাকে, যাকে বেলীন বলা হয়। এর মাধ্যমে খাবার খেয়ে থাকে। এ ধরনের তিমি ছোট মাছ ও চিংড়ি জাতীয় প্রাণী খেয়ে বাঁচে। ব্রাইডস তিমি ৪০-৫০ ফুট দৈর্ঘ্যের হয়ে থাকে, ওজন হতে পারে ২৫ টন পর্যন্ত।
শনিবার ভেসে আসা তিমির পর পরই সৈকতের একই এলাকায় ১০০ মিটারের মধ্যে একটি ইরাবতী ডলফিন দেখতে পান স্থানীয়রা।
মহিপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম জানান, তিমি ও ডলফিন দুটো বালুচাপা দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে।