এশিয়া কাপে গ্রুপ পর্বই পার হতে পারেনি বাংলাদেশ ক্রিকেট দল। সেখানে বিশ্বকাপ জয়ের সক্ষমতাও আছে বাংলাদেশের। এমনট ঘোষণাই দিলেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। আজ বুধবার মিরপুরে সাংবাদিকদের খালেদ মাহমুদ সুজন বলেন, এশিয়া কাপের দুঃস্মৃতি ভুলে আসন্ন ত্রিদেশীয় সিরিজ এবং টি-২০ বিশ্বকাপে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ। এখানেই শেষ নয়, টাইগারদের বিশ্বকাপ জয়ের সক্ষমতাও রয়েছে, বিশ্বাস করেন সুজন। এ বক্তব্যের পর আরেক সাবেক অধিনায়ক শফিকুল হক হীরার কাছে প্রসঙ্গটি উত্থাপন করা হলে তিনি হাস্যকর বলে বক্তব্য করেন।
সুজন বলেছেন, আমাদের লক্ষ্য টি-২০তে উন্নতি করা। ছেলেদের মাথায় এই ফরম্যাটটা ছড়িয়ে দিতে চাই। অনেকে আমাদের তাচ্ছিল্য করে এই ফরম্যাটের কারণে। আমাদের মধ্যে আত্মবিশ্বাস আছে অবশ্যই ভালো করার। আমি নিজে পজিটিভ মানুষ, তাই পজিটিভ থাকার চেষ্টা করি সবসময়। আমি মনে করি বিশ্বকাপে চ্যাম্পিয়নও হতে পারি আমরা, যদিও সে রাস্তাটা মোটেও সহজ হবে না। হয়তো ৬ মাস কিংবা ১ বছর সময় লাগবে।
খালেদ মাহমুদ সুজনের এমন বক্তব্য কতটা বাস্তব-বাদী আর কতটা যুক্তিযুক্ত জানতে চাওয়া হয় শফিকুল হক হীরার কাছে। মুঠোফোনে হীরা দৈনিক বার্তাকে বলে, দেখুন আগে তো আমাদের দেখতে হবে বিশ্বকাপে আমাদের ম্যাচ কাদের বিপক্ষে! ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা আর অস্ট্রেলিয়ার বিপক্ষে। যেখানে ১টি ম্যাচও জেতা কঠিন হবে। সেখানে বিশ্বকাপ জয়ের ভাবনা তো হাস্যকর ছাড়া আর কিছু না। তাছাড়া কয়েক দিন আগেই তো খালেদ মাহমুদ সুজন মিডিয়াতে বলেছেন, বাংলাদেশের বিশ্বমানের দু্ই জন ক্রিকেটার আছে। সাকিব আর মুস্তাফিজ, এরা যদি বিশ্বমানের হয় তাহলে এশিয়া কাপে কি করল এ দুই বিশ্বমানের তারকারা?
এছাড়া একটি টিভি চ্যানেলে বুলবুল তো সরাসরি সুজনকে আনফিট বলেছেন। তাই সুজন নিয়ে আমি বেশি কিছু বলতে আগ্রহী নই।’