গাজীপুরের টঙ্গীতে ডাকাতির প্রস্তুতিকালে কিশোর গ্যাং “দাদা ভাই” গ্রুপের প্রধানসহ ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১ এর সদস্যরা। এসময় তাদের কাছ থেকে দুইটি রাম দা, তিনটি চাকু, একটি লোহার রড় এবং ৪০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানার পূর্ব আরিচপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। শনিবার রাতে র্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নোমান আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলো কিশোর গ্যাংয়ের “দাদা ভাই” গ্রুপের প্রধান গাজীপুরের বাছির খানের ছেলে আবু তালহা (১৯), শরীয়তপুরের আলাল সিকদারের ছেলে নয়ন সিকাদর (১৯), জামালপুরের দানেছের ছেলে আব্দুর রহিম (১৮), ব্রাক্ষ্মনবাড়ীয়ার দুলাল মিয়ার ছেলে কাজী নজরুল ইসলাম (১৮) টাঙ্গাইলের আনোয়ার হোসেনের ছেলে আরিফুল ইসলাম (১৮) এবং কুমিল্লার মৃত শাহ আলমের ছেলে সায়েত্তম (১৮)।
র্যাব-১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) নোমান আহমেদ জানান, গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানার পূর্ব আরিচপুর এলাকায় কিশোর গ্যাংয়ের কতিপয় সদস্য শুক্রবার রাতে ডাকাতির জন্য প্রস্তুতি নিয়ে ছুরি, চাকু, রাম দা ও দেশীয় অস্ত্র নিয়ে ঘোরাফেরা করছে। এ গোপন সংবাদ পেয়ে ওই এলাকায় অভিযান পরিচালনা করে দল নেতাসহ ৬জনকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে দুইটি রাম দা, তিনটি চাকু, একটি লোহার রড় এবং ৪০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
র্যাব আরো জানান, তারা দীর্ঘদিন যাবত গাজীপুর মহানগরের টঙ্গী এলাকায় আধিপত্য বিস্তার করে মাদক সেবন, স্কুল-কলেজে বুলিং, র্যাগিং, ইভটিজিং, ছিনতাই, ডাকাতি, সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীল ভিডিও শেয়ারসহ বিভিন্ন অনৈতিক কাজে লিপ্ত ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য গ্রেফতারকৃতদের সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে।