জাতীয়

তিস্তার পানিতে আমাদের অধিকার আছে : রেলপথমন্ত্রী

তিস্তার পানিতে আমাদের অধিকার আছে বলে মন্তব্য করেছেন রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

শুক্রবার পঞ্চগড়ের বোদা উপজেলায় সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের আওতায় রুরাল পাইপড ওয়াটার সাপ্লাই স্কিমের ভিত্তি প্রস্তর স্থাপন উপলক্ষে এক সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশ আর কোনো সমস্যা নাই। সমস্যা যা একটু আছে সেটা তিস্তা। বিএনপির, এরশাদের সময় তিস্তার কথা কেউ তুলেনি। এই কথা আওয়ামী লীগ সরকার প্রথম তুলেছে। এই তিস্তার পানিতে আমাদের অধিকার আছে।

রেলপথমন্ত্রী বলেন, এটা আন্তর্জাতিক নদী। চীন এর একটা অংশ নিয়ে গেছে, ভারত কিছু পানি নিয়ে গেছে। যদিও এ সমস্যার এখনো সমাধান হয়নি। তবে ভারতের সরকারের সাথে আমাদের সমঝোতা হয়েছে।

এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র ওয়াহিদুজ্জামান সুজা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোকলেছুর রহমান জিল্লু, মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষ্মী রাণী প্রমুখ।