১লণা অক্টোবর থেকে স্বাগতিক হিসেবে সিলেটে বসতে চলেছে নারী এশিয়া কাপ ২০২২। ৭টি দেশের অংশগ্রহণে এ আসর ১৫ অক্টোবর পর্যন্ত চলবে। স্বাগতিক বাংলাদেশ, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, আফগানিস্তান ছাড়াও অংশ নেবে থাইল্যান্ড, মালয়েশিয়া ও সংযুক্ত আরব আমিরাত।
সব আয়োজনই প্রায় শেষ করে এনেছে বিসিবির নারী ক্রিকেট উইঙ্গ বিভাগ। ২৭ ও ২৮ সেপ্টেম্বর থেকে অতিথি দল গুলো বাংলাদেশে পা রাখতে শুরু করবে। তবে বিশ্বকাপ বাছাই খেলতে সংযুক্ত আরব আমিরাত অবস্থানরত বাংলাদেশ সরাসরি সিলেটে পা রাখবে বলে বিসিবি থেকে জানা গেছে।
তবে এবারের আসরে গ্যালারির দর্শকদের জন্য কোন টিকিট বিক্রি করবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভেতর থেকে পাওয়া তথ্য বলছে, প্রতিটি ম্যাচের জন্য দর্শক অবশ্যই গ্যালারিতে থাকবে। তবে কোন টিকিট বিক্রি করবে না বিসিবি। তাহলে দর্শক আসবে কোথা থেকে আর টিকিটের বিষয়টি কি করবে বিসিবি?
এ প্রশ্নের জবাবে বিসিবির ঐ সূত্রটি জানিয়েছে, প্রতিটি ম্যাচের জন্য ছাপানো টিকিট বিক্রি হবে না ঠিকই, তবে টিকিট গুলো বিসিবি বন্টন করে দেবে। টিকিট গুলো বিসিবি সিলেটের বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, সরকারী, বেসরকারী সহ বিভিন্ন সংস্থায় টিকিট বিলি-বন্টন করবে।
এর মুল কারণ হিসেবে বিসিবি করোনাকেই টার্গেট করেছে বলে জানিয়েছে বিসিবিও ঐ সূত্র।