Common অপরাধ আন্তর্জাতিক জাতীয় সশস্ত্র বাহিনী

মিয়ানমারের ছোড়া মর্টারে বাংলাদেশে রোহিঙ্গা যুবক নিহত

বিশ্বের বৃহত্তম শরণার্থী বসতি নিয়ে গঠিত দক্ষিণ বাংলাদেশের শিবিরে দশ লাখেরও বেশি রোহিঙ্গা (২০১৭ সালে থেকে) বসবাস করে। মাঝে মিয়ানমারের হানা কিছু থেমে গেলেও গত কেয়ক দিন ধরে তা আবার শুরু হয়েছে। আজ বাংলাদেশের ভূখণ্ডের অভ্যন্তরে মিয়ানমার থেকে ছোড়া মর্টার শেল বিস্ফোরণে একজন রোহিঙ্গা কিশোর নিহত এবং অন্তত ছয়জন আহত হয়েছে, স্থানীয় কর্মকর্তারা এবং একজন রোহিঙ্গা নেতা জানিয়েছেন।

শুক্রবার গভীর রাতে মর্টার বিস্ফোরণে যুবক নিহত হয়, একজন রোহিঙ্গা নেতা দিল মোহাম্মদ বলেছেন, নো-ম্যানস ল্যান্ড হিসাবে মনোনীত একটি অঞ্চলে – মিয়ানমার-বাংলাদেশ সীমান্তে একটি ভূমির স্ট্রিপ যেখানে আনুমানিক ৪ হাজার রোহিঙ্গা বাস করে।

“আমরা এখানে প্রতিনিয়ত ভয়ের মধ্যে বসবাস করছি। যে কোনো সময় যে কোনো বিপর্যয় ঘটতে পারে,” মোহাম্মদ শনিবার রয়টার্সকে বলেছেন। বাংলাদেশের স্থানীয় মিডিয়া জানিয়েছে যে, এলাকার লোকেরা জানিয়েছে যে মিয়ানমারের ভূখণ্ড থেকে পাঁচটি মর্টার নিক্ষেপ করা হয়েছে এবং শুক্রবার রাতে স্থানীয় সময় আনুমানিক সাড়ে ৮টায়র দিকে তিনটি বিস্ফোরিত হয়েছে।

বাংলাদেশের মিডিয়াতে নিহত ব্যক্তিকে ইকবাল হোসেন বারী, ১৮ বছর বয়স্ক হিসাবে চিহ্নিত করা হয়েছে। সংবাদ সংস্থার মতে, চার বাংলাদেশী নাগরিকও আহত হয়েছেন। বাংলাদেশ সরকার ও সীমান্ত রক্ষী বাহিনীর একজন কর্মকর্তা বলেছেন, এ ঘটনায় মিয়ানমারের কাছে কঠোর প্রতিবাদ জানানো হবে।

সূত্র : আল-জাজিরা